Manoj Tiwari: ব্যবসায়ীকে হুমকির অভিযোগ নিয়ে হাওড়ায় তৃণমূলের ২ মন্ত্রীর ঠাঁই – ঠাঁই

হাওড়ায় ব্যবসায়ীকে পার্টি অফিসে ডেকে হুমকিকাণ্ডে প্রকাশ্যে তৃণমূলের ২ মন্ত্রীর কোন্দল। বৃহস্পতিবার ওই ঘটনা নিয়ে এক সাংবাদিক বৈঠক করেন স্থানীয় বিধায়ক তথা ক্রীড়ামন্ত্রী মনোজ তিওয়ারি। সেখানে তিনি মন্ত্রী অরূপ রায়কে তোপ দেগে বলেন, ‘আমি অন্য কারও এলাকায় নাক গলাই না। আমার এলাকায় যেন অন্য কেউ নাক না গলায়।’

সম্প্রতি হাওড়ার এক ব্যবসায়ী মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবকে চিঠি দিয়ে দাবি করেন, তাঁকে শিবপুরের বিধায়ক মনোজ তিওয়ারির অফিসে নিয়ে গিয়ে পুলিশের উপস্থিতিতে হুমকি দেওয়া হয়েছে। মনোজ তিওয়ারির দফতরের একাধিক কর্মীর বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। বিষয়টি নিয়ে বুধবার সাংবাদিকরা মন্ত্রী অরূপ রায়ের প্রতিক্রিয়া নিতে গেলে তিনি বলেন, আইন আইনের পথে চলবে। কেউ দোষ করে থাকলে শাস্তি পাবেন।

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে মনোজ বলেন, এটা একটা শরিকি বিবাদ। তাতে এক ক্যান্সার আক্রান্ত ব্যক্তির চিকিৎসার জন্য একটি জমি বিক্রি করার চেষ্টা করছেন পরিবারের সদস্যরা। সেখানে অভিযোগকারী ব্যক্তি অসহযোগিতা করছেন। তিনি ওই জমি দখলের চেষ্টা চালাচ্ছেন। তাঁর লেখা চিঠিতে স্পষ্ট যে তিনি আমার দফতরের কর্মীদের ফাঁসাতে চান।

এর পরই অরূপ রায়ের বিরুদ্ধে বোমা ফাটান মনোজ। তিনি বলেন, সংবাদমাধ্যমে কোনও মন্তব্য করার আগে অরূপ রায়ের আমার সঙ্গে একবার কথা বলা উচিত ছিল। তা না করে উনি একটা বিষয়ে না জেনে অবাঞ্ছিত মন্তব্য করেছেন। আমি অন্য কারও এলাকায় নাক গলাতে যাই না। আমার এলাকায় অন্য কেউ যেন নাক না গলায়।