Suvendu Adhikari: আদালতে ধাক্কা শুভেন্দুর, শনিবার হবিবপুরে সভার অনুমতি দিল না হাইকোর্ট

শনিবার মালদার হবিবপুরে শুভেন্দু অধিকারীর সভার অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার এক রায়ে একথা জানিয়েছে বিচারপতি বিবেক চৌধুরীর অবকাশকালীন বেঞ্চ। এই প্রথম কোনও সভা করার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্ট থেকে খালি হাতে ফিরলেন শুভেন্দু। নিয়ম অনুসারে ১৫ দিন আগে সভার অনুমতি না চাওয়ায় শুভেন্দুর আবেদন খারিজ করা হয়েছে বলে জানিয়েছে আদালত।

আগামী ২৭ মে মালদায় ২টি সভা করার কথা ছিল শুভেন্দুর। তারমধ্যে মানিকচকের সভার অনুমতি দিয়েছে পুলিশ। কিন্তু হবিবপুরের সভার অনুমতি দিয়েও প্রত্যাহার করে নিয়েছে তারা। সেই সভার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে হাজির হন শুভেন্দু। সেই মামলার শুনানিতে বৃহস্পতিবার শুভেন্দুবাবুর আইনজীবী জানান, ১৭ মে কেন্দাপুকুর হাইস্কুলের মাঠে সভা করার জন্য স্কুল কর্তৃপক্ষের নো অবজেকশন সার্টিফিকেট হাতে পায় বিজেপি। এর পর ১৮ মে হবিবপুর থানায় সভা করার আবেদন জানানো হয়। ২৪ মে হবিবপুর থানা থেকে জানানো হয় সভার অনুমতি পাওয়া যাবে না।

পুলিশের তরফে জানানো হয়েছে, অগে থেকে অন্য জায়গায় পুলিশ মোতায়েনের নির্দেশ থাকায় শুভেন্দুবাবুর হবিবপুরের সভার অনুমতি দেওয়া যায়নি। সন্ধ্যায় রায়দান করে বিচারপতি জানান, আদালতের নির্দেশ অনুসারে সভার জন্য ১৫ দিন আগে পুলিশের কাছে আবেদন জানাতে হবে। এক্ষেত্রে সেই নিয়ম মানা হয়নি। ফলে পুলিশ অনুমতি না দিলে এক্ষেত্রে আদালতের কিছু করণীয় নেই।

জেলার বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে পরাজিত করায় শুভেন্দু অধিকারীর সঙ্গে লাগাতার অসহযোগিতা করে চলেছে তৃণমূল। নো অবজেকশন সার্টিফিকেট না পেলে আবেদন করা অনর্থক। নেই নথি হাতে আসতেই পুলিশের কাছে সভার অনুমতি চাওয়া হয়েছে।