TMC leader arrested: রং কারখানায় তোলাবাজির অভিযোগে হাওড়ায় গ্রেফতার তৃণমূল নেতা

কারখানায় তোলাবাজি ও মারধরের অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূলের সংখ্যালঘু সেলের প্রাক্তন সভাপতি। ধৃতের নাম সাজ্জাদ আলি। হাওড়ার দানেশশেখ লেনে শালিমার পেইন্টসের কারখানা টাকা চেয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। বুধবার রাত ১১টা নাগাদ তাঁকে গ্রেফতার করে সাঁকরাইল থানার পুলিশ। স্থানীয় বিধায়ক অরূপ রায় বলেন, সাজ্জাদ নামে ওখানে কোনও নেতা নেই। কেউ অপরাধ করে থাকলে পুলিশ আইন মেনে পদক্ষেপ করবে।

অভিযোগ শালিমার পেইন্টস কারখানায় ঢুকে মোটা টাকা তোলা চান সাজ্জাদ আলি। টাকা না দিলে ফল ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়ে নিরাপত্তাকর্মীদের মারধর করেন তিনি। এর পর নাজিরগঞ্জ তদন্তকেন্দ্রে অভিযোগ দায়ের করে কারখানা কর্তৃপক্ষ। সেই অভিযোগের ভিত্তিতে বুধবার রাত ১১টা নাগাদ তাঁকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে আজ হাওড়া আদালতে তোলা হয়। ধৃতকে হেফাতজে চেয়েছে পুলিশ। তাদের অনুমান এই তোলাবাজি আরও অনেকে জড়িত রয়েছে।

বলে রাখি, গত ১৫ জানুয়ারি সাজ্জাদের বিরুদ্ধে একই রকম অভিযোগ উঠেছিল। তখন দক্ষিণ হাওড়ায় তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি ছিলেন তিনি। ওই ঘটনার পর তাঁকে পদ থেকে সরিয়ে দেয় তৃণমূল। এদিন স্থানীয় বিধায়ক অরূপ রায় বলেন, ওই নামে কোনও নেতা দলীয় কোনও পদে নেই। যে কেউ নিজেকে নেতা বলে দাবি করলেই তো আর হবে না। কেউ অপরাধ করে থাকলে পুলিশ পুলিশের কাজ করবে। তৃণমূল বা সরকার এই সব কাজ কর্মকে সমর্থন করে না। এতে শিল্পের পরিবেশ নষ্ট হয়।