UK visa rule update: ব্রিটেনের ভিসা নিয়মে বড় বদল! ভারতীয় ছাত্রদের ভবিষ্যত নিয়েও কি টানাটানি

ছাত্রদের জন্য বিশেষ স্টুডেন্ট ভিসায় বেশ কয়েকটি বদল আনল ব্রিটেন সরকার। এবার থেকে বিদেশে পড়তে গেলে সব ভারতীয় ছাত্রদেরই সেই নিয়মগুলি মেনে চলতে হবে। শুধু ভারত নয়, বিদেশি ছাত্রদের জন্যই এই বদল এনেছে ব্রিটেনের প্রশাসন। এরপর থেকে যারা ব্রিটেনে ছাত্র ভিসার আবেদন করে পড়তে যাবেন, তাদের মানতে হবে এক ঝাঁক নিয়ম। সম্প্রতি কোভিডের বছর থেকে সে দেশে অনেকটাই বেড়েছে বিদেশি পড়ুয়াদের হার। তাই তাদের সংখ্যার উপর রাশ টানতেই এ হেন পদক্ষেপ নেওয়া হল এবার। জানা গিয়েছে, পরিবার পরিজনদের নিয়ে ব্রিটেনে থাকার উপরেও কিছু নিষেধাজ্ঞা জারি করেছে ব্রিটেনের প্রশাসন। তবে সব ক্ষেত্রে সেই নিয়ম প্রযোজ্য নয়। ব্রিটেনের গৃহমন্ত্রকের সেক্রেটারি সুয়েলা ব্রেভম্যান এই বিশেষ ঘোষণা করেন।

আরও পড়ুন: অফিসে সব ঠিকঠাক, তবু রোজ বাড়ি ফিরে মন খারাপ হয়! সমস্যাটা অন্য কোথাও না তো

আরও পড়ুন: ঘুমের ঘাটতি হচ্ছে, অথচ বুঝতেই পারছেন না? এই ৫ লক্ষণ এড়িয়ে যাচ্ছেন না তো

সব মিলিয়ে মোট চারটি বদল আনা হয়েছে ব্রিটেনের ছাত্র ভিসায়। বলা হয়েছে, বিদেশি পড়ুয়ারা যদি স্নাতকোত্তরের ছাত্র হন, কোনও গবেষণামূলক প্রকল্পে জড়িয়ে থাকেন, তবেই বাড়ির সদস্যদের তাঁর কাছে এনে রাখতে পারবেন। বাড়ির সদস্য বলতে এখানে ওই পড়ুয়ার উপর নির্ভরশীল এমন সদস্যদের কথাই বোঝানো হয়েছে। যেমন বৃদ্ধ মা বাবা বা সন্তান। এছাড়া, অন্য স্তরের পড়ুয়ারা এই সুযোগ পাবেন না। এর পাশাপাশি বলা হয়, পড়াশোনা শেষ না করেই পড়ুয়া ভিসা কাজের ভিসায় পাল্টে নেওয়ার সুযোগ পাওয়া যাবে না। বিদেশি পড়ুয়াদের জন্য বরাদ্দ আগের এই সুযোগটি বন্ধ করে দেওয়া হবে এবার। 

এছাড়াও শিক্ষাক্ষেত্রের অসাধু দালালদেরও নিয়ন্ত্রণের জন্য বিশেষ বদল এনেছে ব্রিটেনের সরকার। বলা হয়েছে, শিক্ষাক্ষেত্রে যারা অসাধু উপায়ে ব্যবসা করছে, শিক্ষাদানের পরিবর্তে ব্রিটেনে থাকার ব্যবস্থা করে দিচ্ছে, তাদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়া হবে এবার থেকে। তাদের দমন করতে পারলেও বিদেশি পড়ুয়াদের সংখ্যা অনেকটাই নিয়ন্ত্রণে আনা যাবে বলে মনে করছে সরকার। তবে ব্রিটেনে পড়াশোনা করার জন্য প্রাথমিক সুযোগ সুবিধাতে কোনও বদল আনা হবে না। এমনটাও জানিয়েছে সে দেশের প্রশাসন। ব্রিটেনের শিক্ষাব্যবস্থা যাতে সারা বিশ্বের কাছে আকর্ষণীয় থাকে, তাই এই সুযোগ সুবিধাতে কোনও বদল আনা হবে না।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup