বঙ্গ সফরে আসছেন জেপি নড্ডা, নবজোয়ারের মধ্যেই বিজেপি সভাপতি রাজ্যে কেন?

সামনেই পঞ্চায়েত নির্বাচন। ইতিমধ্যেই বাংলার প্রতিটি জেলায় শুরু হয়ে গিয়েছে তৃণমূলে নবজোয়ার কর্মসূচি। গ্রামবাংলার মানুষের কাছে এই কর্মসূচির মাধ্যমেই অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের কথা তুলে ধরছেন। আর মানুষের সমস্যা নিয়ে কাজ করছেন। এই পরিস্থিতিতে বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে তাঁর এই সফর বেশ তাৎপর্যপূর্ণ। বিজেপিও পঞ্চায়েত নির্বাচনে কিছু জায়গায় দাগ কাটতে চায় বলেই খবর। যদিও পাখির চোখ লোকসভা নির্বাচন। সেটা বঙ্গ সফরে এসে বুঝিয়ে দিয়ে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জেপি নড্ডা এখানের জেলা সংগঠনকে আরও মজবুত করতে এবং দলের ফাঁকগুলি বন্ধ করতেই আসছেন বলে সূত্রের খবর। আগামী জুন মাসের শুরুতেই জেপি নড্ডা–সহ একঝাঁক কেন্দ্রীয় নেতা বাংলায় আসবেন বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে। তৃণমূলের নবজোয়ার কর্মসূচির মধ্যেই বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।

কেন হঠাৎ আসছেন নড্ডা?‌ এদিকে বিজেপি সূত্রে খবর, পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে সংগঠন কতটা মজবুত হয়েছে সেটা দেখতে চান তিনি। এখান থেকে অমিত শাহ ঘুরে যাওয়ার সময় বঙ্গ–বিজেপির নেতাদের কয়েকটি হোমওয়ার্ক দিয়ে যান। সেগুলি কতটা করা হয়েছে সেটাও দেখবেন নড্ডা। এছাড়া বিজেপির অন্তর্কলহ মেটানোর চেষ্টা তিনি করবেন। কারণ এই কলহ বন্ধ না হলে সংগঠন গড়ে তোলা সম্ভব নয়। তাই জেলা সংগঠনকে মজবুত করতেই জুন মাসের গোড়াতেই বঙ্গ সফরে আসবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা।

আর কারা আসবেন তাঁর সঙ্গে?‌ এখন পর্যন্ত যা খবর সব ঠিক থাকলে জেপি নড্ডার সঙ্গে বাংলার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত মালব্য, সুনীল বনশল, মঙ্গল পাণ্ডেরাও আসবেন বলে সূত্রের খবর। তাঁরা একাধিক জেলা সফর করবেন এবং জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। আরও জানা গিয়েছে, আরামবাগ, নদিয়া, শ্রীরামপুর, কৃষ্ণনগর, মালদা দক্ষিণ–সহ যে সমস্ত বিধানসভা কেন্দ্রগুলিতে খুব কম মার্জিনে বিজেপি পরাজিত হয়েছে, সেই কেন্দ্রগুলির উপর বিশেষ নজর দিচ্ছেন তাঁরা। তাই এখানের পরিস্থিতি এখন কেমন, সেটা খতিয়ে দেখবেন কেন্দ্রীয় নেতারা। একেবারে বুথ স্তরের দুর্বলতা খতিয়ে দেখতেই এমন সফর। তবে প্রয়োজনে জেলা সংগঠনে রদবদলও হতে পারে বলে সূত্রের খবর।

আর কী জানা যাচ্ছে?‌ পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে ইতিমধ্যেই রাজ্যজুড়ে নবজোয়ার কর্মসূচি শুরু করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে শনিবার শালবনিতে অভিষেকের সভায় যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নীতি আয়োগের বৈঠকে নয়াদিল্লি যাচ্ছেন না। তাই এগরা হয়ে শালবনি যাবেন তিনি। যা এককথায় তাৎপর্যপূর্ণ। আর তারপরই রাজ্যে আসবেন জেপি নড্ডা। তিনি বিশেষ বার্তা দেবেন দলীয় কর্মীদের এবং বাংলার মানুষকে। তাতে কতটা কাজ হবে তা নিয়ে সন্দিহান সবপক্ষই।