প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ার মহড়া নেওয়ার জন্য অনুষ্কার সঙ্গে লন্ডনে বিরাট/ Virat Kohli reaches London ahead of World Test Championship final against Australia

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত বছর তাঁর অধিনায়কত্বে বিশ্ব টেস্ট ফাইনালে (ICC World Test Championship Final 2021)হেরে গিয়েছিল ভারতীয় দল। তবে এবার আইসিসি (ICC) ট্রফি জয়ের খরা মিটিয়ে নিতে মরিয়া বিরাট কোহলি (Virat Kohli)। আর সেই উদ্দেশ্য নিয়েই শুক্রবার অর্থাৎ ২৬ মে লন্ডনে (London) পা রাখলেন টিম ইন্ডিয়ার (Team India) মহাতারকা। নিজের ইস্টাগ্রাম স্টোরিতে সেই ছবিও পোস্ট করেছেন ‘কিং কোহলি’ (King Kohli)। 

হেড কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) ও বাকি সাপোর্ট স্টাফদের সঙ্গে ইতমধ্যেই ইংল্যান্ডে পৌঁছে গিয়েছে। অনুশীলন শুরু করে দিয়েছেন অক্ষর প্যাটেল (Axar Patel), শার্দূল ঠাকুর (Shardul Thakur), উমেশ যাদবরা (Umesh Yadav)। আর এবার তাঁদের সঙ্গে জুড়ে গেলেন তারকা ব্যাটার। আগামী ৭ জুন থেকে শুরু হবে এবারের বিশ্ব টেস্ট ফাইনাল। মেগা ফাইনালের (WTC Final 2023) দুই প্রতিপক্ষ টিম ইন্ডিয়া (Team India) ও অস্ট্রেলিয়া (Australia) , দুটি দলই ওভালের (The Oval) এই ম্যাচ নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছে। আর এরইমধ্যে এদিন আইসিসি-র (ICC) তরফ থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপের পুরস্কার মূল্য জানিয়ে দেওয়া হয়েছিল। 

আইসিসি ট্রফির নক-আউট পর্বে ভারতের পারফরম্যান্স একেবারেই ভালো নয়। সেই ২০১৩ সালে শেষবার মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ‘মেন ইন ব্লু’ ব্রিগেড। এরপর থেকে বারবার খালি হাতে ফিরেছে ভারতীয় দল। অধিনায়ক বদলে গেলেও বদলায়নি ভারতের ভাগ্য। তবে এবার চাকা ঘোরানোর সময় এসে গিয়েছে। এই ছবিতে তাঁকে হাসিমুখেই দেখা যাচ্ছে। পরনে রয়েছে নীল রঙের জামা ও জিন্স। সঙ্গে রয়েছে একই রঙের টুপি। এর আগেও ভারতীয় দলের সঙ্গে ইংল্যান্ড সফরে এলেই তাঁর সঙ্গে আসতেন অনুষ্কা শর্মা (Anushka Sharma)। এবারও ঘরনি ও কন্যা ভামিকাকে নিয়ে বিদেশে পা রেখেছেন বিরাট। 

আরও পড়ুন: Virat Kohli: এমবাপে-নেইমারকে পিছনে ফেলে দিলেন বিরাট! কিন্তু কীভাবে? জেনে নিন

আরও পড়ুন: WTC Final 2023, IND vs AUS: মেগা ফাইনাল জিতেলে কত টাকা পাবে রোহিতের টিম ইন্ডিয়া?

এবারের ক্রোড়পতি লিগে ব্যাট হাতে ফের দাপট দেখিয়েছেন বিরাট। ১৪ ম্যাচে তাঁর রান ৬৩৯। গড় ৫৩.২৫। স্ট্রাইক রেট ১৩৯.৮২। দুটি শতরানের সঙ্গে রয়েছে ছ’টি অর্ধ শতরান। সর্বোচ্চ গুজরাত টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে ৬১ বলে অপরাজিত ১০১ রান। যদিও শেষরক্ষা হয়নি। শেষ পর্যন্ত ১৬তম আইপিএল থেকেও খালি হাতে ফিরেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। 

আইপিএল-এর ইতিহাসে তিনি সর্বোচ্চ স্কোরার। ২৩৭ ম্যচে রান ৭২৬৩। গড় ৩৭.২৫। স্ট্রাইক রেট ১৩০.০২। সঙ্গে রয়েছে ৭টি শতরান ও ৫০টি অর্ধ শতরান। তবুও বিরাট হতভাগ্য। কারণ এখনও পর্যন্ত এই প্রতিযোগিতা জেতা হল না। ধোনি চারবার ট্রফি জিতেছেন। আন্তর্জাতিক মঞ্চ থেকে অবসর নিলেও, এগোচ্ছেন পঞ্চম আইপিএল জয়ের দিকে। রোহিত ইতমধ্যেই মুম্বই ইন্ডিয়ান্সকে ট্রফি দিয়েছেন। কাপ নিয়ে সেলিব্রেশন করেছেন জাদেজা থেকে শুরু করে রায়না। হার্দিক পান্ডিয়া থেকে শুভমন। তব এই কাপ বিরাটের কাছে এখনও পর্যন্ত  অধরাই থেকে গিয়েছে। এমন পরিস্থিতি থেকে বেরিয়ে বিরাট এবার অধিনায়ক রোহিত শর্মার হাতে বিশ্ব টেস্ট ফাইনালের ট্রফি তুলে দিতে পারেন কিনা সেটাই দেখার। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)