9 Saal 9 Sawaal: নবম বছরে পড়ল মোদী সরকার, ৯টা প্রশ্নবাণ নিয়ে হাজির কংগ্রেস

সপ্তর্ষি দাস

শাসনের ৯ বছর পূর্তি হিসাবে উৎসবের প্রস্তুতি নিচ্ছে বিজেপি শিবির। আর তখনই ৯টা প্রশ্ন নিয়ে হাজির কংগ্রেস শিবির। জেনে নিন সেই ৯টি প্রশ্ন।

শুক্রবার কংগ্রেস ৯ সাল কি ৯ সওয়াল বলে একটি বিবৃতি সামনে এনেছে। কংগ্রেস নেতা জয়রাম রমেশ সাফ জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমরা ৯টি প্রশ্ন করতে চাই। ৯সাল কি ৯ সওয়ালকে সামনে রেখে আমরা দেশের ৩৫টি শহরে সাংবাদিক বৈঠক করব।

প্রথম প্রশ্ন,দেশের অর্থনীতির বেহাল দশা হল কেন? অর্থনৈতিক বৈষম্য নিয়েও প্রশ্ন তুলেছে কংগ্রেস।

দ্বিতীয় প্রশ্ন- কৃষকরা কেন তাদের ফসলের উপযুক্ত দাম পাচ্ছেন না তা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস। কেন কৃষকদের আয় গত ৯ বছরে দ্বিগুণ হল না তা নিয়ে প্রশ্ন তুলছেন কংগ্রেস নেতৃত্ব।

তৃতীয় প্রশ্ন- আদানি ইস্য়ু ও বিভিন্ন দুর্নীতির প্রসঙ্গ উল্লেখ করেছেন কংগ্রেস নেতৃত্ব। সেই সঙ্গেই জাতীয় সম্পদ কেন বিক্রি করে দেওয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস।

চতুর্থ প্রশ্ন- অভ্যন্তরীন নিরাপত্তাহীনতা নিয়ে প্রশ্ন কংগ্রেসের। ভারতের মাটি দখল করার কাজ যখন চালিয়ে যাচ্ছিল চিন সেই ২০২০ সালে কেন সরকার উপযুক্ত পদক্ষেপ নিল না?

পঞ্চম প্রশ্ন- কেন সাম্প্রদায়িক ঘৃণা ও নৃশংসতা এভাবে ছড়িয়ে পড়ছে তা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস।

ষষ্ঠ প্রশ্ন- দলিতদের উপর আক্রমণের ঘটনা নিয়েও প্রশ্ন তুলেছে কংগ্রেস

সপ্তম প্রশ্ন- গণতান্ত্রিক সংস্থাকে বিরোধীদের দমাতে কাজে লাগানো হচ্ছে ও প্রতিশোধ নেওয়ার চেষ্টা করা হচ্ছে। দাবি কংগ্রেসের।

অষ্টম প্রশ্ন- ১০০ দিনের কাজের প্রকল্পে কেন বাজেট কমানো হচ্ছে, কেন গরিবের কর্মসংস্থানের পথকে এভাবে বন্ধ করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস।

নবম প্রশ্ন- করোনা পরিস্থিতি মোকাবিলায় কেন ব্যর্থ হল সরকার? কেন মৃতের পরিবার ক্ষতিপূরণ যথাযথ পেল না তা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস।

তবে এসবের মধ্য়েই ৯ বছর পূর্তি উপলক্ষ্যে ৩০ মে থেকে ৩০ জুন পর্যন্ত বিজেপি অন্তত ৫০টি সভা করার পরিকল্পনা নিয়েছে।