বাংলা নিউজ > টেকটক > Amazon Prime, Hotstar এর ফ্রি সাবস্ক্রিপশন পান এয়ারটেলের ৫০০ টাকার প্ল্যানের
Updated: 26 May 2023, 11:54 AM IST
Soumick Majumdar
আনলিমিটেড কলিং, প্রচুর ডেটা এবং রোজ SMS তো পাবেনই। এর পাশাপাশি অনেক OTT সুবিধাও পাবেন। এই প্রতিবেদনে ৫০০ টাকার নিচে এয়ারটেলের বেশ কিছু পোস্টপেইড প্ল্যানের বিষয়ে জানতে পারবেন। এই প্ল্যানগুলিতে বেশ কিছু অতিরিক্ত ফিচার্স পাবেন।
1/5সস্তার রিচার্জ প্ল্যান খুঁজছেন? পাবেন। শুধু তাই নয়। এরই সঙ্গে বেশ কিছু OTT প্ল্যাটফর্মে বিনামূল্যে সাবস্ক্রিপশন পেয়ে যাবেন। অবাক হচ্ছেন? হ্যাঁ, এমনই সুবিধা পেতে পারেন। তবে একটাই শর্ত। পোস্টপেইড। না, ঘাবড়ে যাওয়ার কিছু নেই। আসলে একটু হিসাব করলে পোস্টপেইড প্ল্যানেও দুর্দান্ত লাভ হতে পারে। ছবি : এয়ারটেল (Reuters, PTI)2/5 আনলিমিটেড কলিং, প্রচুর ডেটা এবং রোজ SMS তো পাবেনই। এর পাশাপাশি অনেক OTT সুবিধাও পাবেন। এই প্রতিবেদনে ৫০০ টাকার নিচে এয়ারটেলের বেশ কিছু পোস্টপেইড প্ল্যানের বিষয়ে জানতে পারবেন। এই প্ল্যানগুলিতে বেশ কিছু অতিরিক্ত ফিচার্স পাবেন। ছবি : মিন্ট প্রিন্ট (Reuters, PTI)3/5Bharti Airtel-এর এন্ট্রি-লেভেল পোস্টপেড প্ল্যানের দাম ৩৯৯ টাকা। এই প্ল্যানের সঙ্গে যদিও কোনও এক্সট্রা OTT সুবিধা পাবেন না। তবে যদি কোনও পকেট-ফ্রেন্ডলি পোস্টপেইড প্ল্যানের পাশাপাশি অতিরিক্ত OTT ফিচার্সও চান, সেক্ষেত্রে ৪৯৯ টাকার এয়ারটেলের প্ল্যানটি বেছে নিতে পারেন। (ছবিটি প্রতীকী, সৌজন্য এএনআই) (Reuters, PTI)
4/5 এই প্ল্যানের সঙ্গে অনেক অতিরিক্ত সুবিধাও পাবেন। সেই সঙ্গে ডেটা রোলওভারের মতো সুবিধাও পাওয়া যাবে। অর্থাৎ, এক মাসের মধ্যে সমস্ত ডেটা খরচ করা না হলে, সেক্ষেত্রে তা আগামী মাসেও ব্যবহার করা যাবে। ফাইল ছবি: ব্লুমবার্গ (Reuters, PTI)5/5এই মাসিক প্ল্যানে ৭৫GB ডেটা, প্রতিদিন ১০০টি SMS এবং সীমাহীন কলিং পাবেন। এছাড়াও এই প্ল্যানে অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশনও পাবেন। তবে এই সাবস্ক্রিপশনের সুবিধা মাত্র ছয় মাসের জন্য পাওয়া যাবে। একইসঙ্গে, এই প্ল্যানে এক বছরের জন্য Disney + Hotstar মোবাইল সাবস্ক্রিপশন পাবেন। উইঙ্ক মিউজিক প্রিমিয়ামেও অ্যাক্সেস রয়েছে। ফাইল ছবি: রয়টার্স, পিটিআই (Reuters, PTI)