Ambulance fare in Kolkata: বেলাগাম অ্যাম্বুলেন্সের ভাড়া, নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ নেবে স্বাস্থ্য কমিশন

ভাড়া বেঁধে দেওয়ার পরও সমস্যা মিটছে না। যথেচ্ছ ভাড়া নিচ্ছেন অ্যাম্বুল্যান্স চালকরা। এবার তা নিয়ন্ত্রণে কড়া পদক্ষেদ নেবে স্বাস্থ্য কমিশন। ভাড়া বেঁধে দেওয়ার পর বেলাগাম ভাড়া নিয়ে একাধিক অভিযোগ এসেছে স্বাস্থ্য কমিশনের কাছে। এর বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে কমিশন।

সম্প্রতি স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসেছিলেন রাজ্য মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সেই বৈঠকে এই বেলাগাম ভাড়া চাওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়। রুখতে কী ধরনের পদক্ষেপ নেওয়া যায় তা নিয়েও আলোচনা হয় তাঁদের মধ্যে। পরে সাংবাদিক বৈঠকে অসীম বন্দ্যোপাধ্যায় জানান, অ্যাম্বুলেন্সের দৌরাত্ম রুখতে কমিশন কড়া পদক্ষেপ নেবে। তিনি বলেন, অ্যাম্বুল্যান্স যদি অতিরিক্ত টাকা দাবি করে তবে রোগীর আত্মীয় পরিজন কমিশনে অভিযোগ জানাতে পারবেন। কমিশন সেই অভিযোগের ভিত্তিতে শুনানির ব্যবস্থা করবে। প্রয়োজনে এফআইআর নেবে পুলিশ।

অ্যাম্বুলেন্সের ভাড়া কত?

অ্যাম্বুলেন্সের ভাড়া কত হবে তা স্বাস্থ্য কমিশন আগে নির্দিষ্ট করে দিয়েছিল। শীতাতপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্সের ভাড়া প্রতি কিলোমিটারে ২৫ টাকা এবং সাধারণ অ্যাম্বুলেন্সের জন্য প্রতি কিলোমিটারে ২০ টাকা করে ভাড়া নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল। এ ছাড়া করোনা রোগী থাকলে পরিচ্ছন্নতার জন্য ৩০০ টাকা এবং অক্সিজেনের জন্য ৩০০ টাকা করে নেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু অভিযোগ চালকরা এর চেয়ে বেশি টাকা চাইছে। তা রুখতে এবার কড়া পদক্ষেপ নিচ্ছে কমিশন। সূত্রের খবর, অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে রাজ্য পরিবহণ দফতরের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করবে কমিশন।

শিক্ষা কালিয়াগঞ্জ থেকে

প্রসঙ্গত, কিছু দিন আগে কালিয়াগঞ্জের ঘটনা নিয়ে নড়েচড়ে বসে প্রশাসন। সন্তানের মৃত্যুর পর অ্যাম্বুলেন্স যোগাড় করতে না পেরে দেহ ব্যাগে ভরে বাড়ির উদ্দেশে রওনা দেন অসীম দেববর্মন। ওই ভাবে ২০০ কিলোমিটার পথ দেহ বয়ে নিয়ে যান তিনি। নিন্দার ঝড় ওঠে সর্বত্র। তারপরই নড়েচড়ে বসে প্রশাসন।