Coochbihar: শীতলখুচিতে চোরাচালানকারী আজিজুলকে ধরতে গিয়ে গুলিবৃষ্টির মুখে পুলিশ

পুরোনো একটি মামলার অভিযুক্তকে গ্রেফতার করতে গিয়ে দুষ্কৃতীদের গুলির মুখে পুলিশ। পাল্টা অভিযুক্ত কে লক্ষ্য করে গুলি করে পুলিশ বলে জানা গেছে। ঘটনাটি কোচবিহারের শীতলখুচি ব্লকের ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের নগরনেপরা এলাকায়।

গত ৩রা ফেব্রুয়ারি নগরনেপরা এলাকায় দুই দল চোরাচালানকারীর মধ্যে সংঘর্ষ হয়। সেখানে গোলা-গুলি চলে। এই ঘটনায় এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়। সেই ঘটনায় চোরাচালানকরী আজিজুল মিয়ার নামে অস্ত্র আইনে মামলা হয়। পুলিশ বিভিন্ন সময় আজিজুল মিয়াকে গ্রেফতার করার চেষ্টা করলেও তিনি পালাতক ছিলেন। মঙ্গলবার রাতে শীতলকুচি থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় অভিযুক্ত আজিজুল মিয়া তার বাড়িতে ফিরেছে। তাঁকে গ্রেফতার করতে অভিযান চালান পুলিশকর্মীরা।

পুলিশ এসেছে বুঝে বাড়ির পিছন দিক থেকে পালানোর চেষ্টা করে আজিজুল। পুলিশকর্মীরা তাঁর ধাওয়া করলে তাঁদের লক্ষ্য করে তিনি চার রাউন্ড গুলি চালান বলে অভিযোগ। আত্মরক্ষায় পুলিশ ৬ রাউন্ড গুলি চালায়। কিন্তু আজিজুলকে রুখতে পারেনি। এর পর পুলিশকর্মীরা আজিজুলের বাড়িতে হানা দিলে অভিযুক্ত স্ত্রী এবং মেয়ে পুলিশের উপর আক্রমণ করেন বলে অভিযোগ। তাদের হামলায় একজন পুলিশ কর্মী আহত হয়েছে। পুলিশ অভিযুক্তের স্ত্রী এবং মেয়েকে আটক করেছে।

বৃহস্পতিবার ঘটনাস্থলে আসেন অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মাসহ পুলিশ আধিকারিকরা। ঘটনাস্থল থেকে একটি গুলির খোল উদ্ধার করেছে পুলিশ।