বাংলা নিউজ > টুকিটাকি > ISRO Research: DSLR ক্যামেরাতেই বাজিমাত! ২ কোটি আলোকবর্ষ দূরে থাকা নক্ষত্রের ছবি তুলল ইসরো
Updated: 26 May 2023, 07:30 PM IST
Sanket Dhar
মহাকাশবিজ্ঞান পেশা নয়। তবুও অদম্য চেষ্টার কারণেই তাদের চোখে ধরা দিয়েছে বিরল মহাজাগতিক দৃশ্য। প্রায় ২.১ কোটি আলোকবর্ষ দূরে থাকা একটি ‘সুপারনোভা’র গতিবিধি ফুটে উঠেছে ডিএসএলআর ক্যামেরায়। সম্প্রতি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তরফে এমনটাই জানানো হয়েছে।
1/6মহাকাশবিজ্ঞান পেশা নয়। তবুও অদম্য চেষ্টার কারণেই তাদের চোখে ধরা দিয়েছে বিরল মহাজাগতিক দৃশ্য। প্রায় ২১ মিলিয়ন আলোকবর্ষ দূরে থাকা একটি ‘সুপারনোভা’র গতিবিধি ফুটে উঠেছে ডিএসএলআর ক্যামেরায়। সম্প্রতি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তরফে এমনটাই জানানো হয়েছে। (Freepik)2/6এই বিরল ছবির তোলার কৃতিত্ব ভাইলামালা লিকুইড প্রোপালসন সিস্টেম কেয়ারের চার অপেশাদার জ্যোতির্বিজ্ঞানী ফাহদ বিন, আবদুল হাসিস, কিরণ মোহন ও বিশাখ শশীধরনের। তাদের চেষ্টাতেই খুব সামান্য যন্ত্রপাতির সাহায্যেই বিরল দৃশ্যের ছবি তোলা সম্ভব হয়েছে। ইসরোর প্রেস বিবৃতি অনুযায়ী, পিনহুইল গ্যালাক্সিতে থাকা SN2023ixf নক্ষত্রের ছবি তুলেছে এই দলটি। (Freepik)3/6কীভাবে ডিএসএলআর-এর সাহায্যে সম্ভব হল এই কাজ? বিজ্ঞানীদের কথায়, এর সঙ্গে ছিল আরও বেশ কয়েকটি প্রাথমিক মহাকাশ নিরীক্ষণের যন্ত্রপাতি। সেগুলিও কাজে লাগানো হয়েছে SN2023ixf-কে ক্যামেরা বন্দী করতে। তবে কাজটি নিঃসন্দেহে বেশ কঠিন ছিল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। (Freepik)
4/6এর কারণ হিসেবে আরেকটি বিষয়ের কথাও উল্লেখ করা হয়েছে ইসরোর প্রতিবেদনে। এই ছবি দুটি তোলার সময় মহাকাশের আবহাওয়া মোটেই ভালো ছিল না। তাই কাজটা আরও কঠিন ছিল। তবে তিন বছরের ব্যবধানে এই চেষ্টা শেষ পর্যন্ত সফল হয়েছে। (Freepik)5/6ইসরোর প্রতিবেদনে উপরের ও নিচের ছবি দুটি প্রকাশ করা হয়। সেখানেই দেখা যায়। তিন বছর আগে ২০২০ সালের ১৯ মে তোলা ছবিটিতে একটু আবছা দেখা যাচ্ছে SN2023ixf-কে। কিন্তু তিন বছর পর ২০২৩ সালের ২২ মে তোলা ছবিতে বেশ উজ্জ্বল দেখাচ্ছে SN2023ixf-কে। (Freepik)6/6প্রসঙ্গত, কোনও মহাজাগতিক ঝড়ের কারণে একটি নক্ষত্র এমন উজ্জ্বল হয়ে উঠলে তাকে সুপারনোভা বলা হয়। মহাকাশ বিজ্ঞানের পরিভাষায় এই টাইপ ২ সুপারনোভাকে গত ১৯ মে আবিষ্কার করেন কোইচি ইতাগাকি। তারপরেই ২২ মে তোলা হয় এই বিশেষ ছবি। (Freepik)