Kuntal Ghosh: ব্যক্তিগতভাবে চিনিই না অভিষেককে…ছবি কী করে এল? জবাব দিলেন কুন্তল: Report

অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নাম নেওয়ার জন্য় কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা চাপ দিচ্ছেন। একথা আগেই জানিয়েছিলেন প্রাক্তন যুব তৃণমূল নেতা তথা বর্তমানে জেলবন্দি কুন্তল ঘোষ। এমনকী এনিয়ে নালিশ জানিয়ে তিনি আদালতের কাছে চিঠিও দিয়েছিলেন। এদিকে সেই কুন্তলকে জেলে গিয়ে জেরা করেছিল সিবিআই। কিন্তু সেই জেরায় ঠিক কী জানালেন কুন্তল?

সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে তাঁর ব্যক্তিগত কোনও সম্পর্ক ছিল না বলে জানিয়েছেন কুন্তল। তবে অনেকের মতে, অভিষেকের সঙ্গে কুন্তলের একাধিক ছবি ইতিমধ্যেই তুলে ধরেছেন বিরোধীরা। সূত্রের খবর, সেই ছবির প্রসঙ্গও তুলে ধরেছিলেন তদন্তকারী আধিকারিকরা। তাতে নাকি কুন্তল জানিয়েছিলেন, রাজনৈতিক অনুষ্ঠানে দেখা হয়েছিল। সেখানেই ছবি তুলেছেন তিনি।

অভিষেক সম্পর্কে তদন্তকারীদের কী জানালেন কুন্তল ঘোষ? তার আগে জেনে নেওয়া যাক কুন্তল প্রসঙ্গে কী বলেছিলেন অভিষেক?

সূত্রের খবর, শনিবার নিজাম প্যালেসে কুন্তল ঘোষের সঙ্গে সম্পর্ক একেবারে উড়িয়ে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে অভিষেক জানিয়েছিলেন আমি কোনওদিন দেখিইনি, চিনিই না। আমার ফোনে কথাও হয়নি।

শহিদ মিনারে অভিষেক গত ২৯ মার্চ কুণাল ঘোষ ও মদন মিত্রের প্রসঙ্গে টেনে বলেছিলেন নাম বলার জন্য তাদের চাপ দিত এজেন্সি।

আর সূত্রের খবর, কুন্তলকে প্রশ্ন করা হয়েছিল শহিদ মিনারে যে প্রসঙ্গ তুলেছিলেন অভিষেক তা জেলে বসে জানলেন কীভাবে? সূত্রের খবর, সেই প্রশ্ন শুনে কুন্তলের সটান জবাব, শহিদ মিনারে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছিলেন তা খবরের কাগজে পড়েছি পরেরদিন। এমনকী চিঠি লেখার জন্য় কেউ চাপ দেয়নি বলেও তিনি জানিয়েছেন। তবে ওয়াকিবহাল মহলের মতে, কুন্তল ঘোষ আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা কি কোথাও মিলে যাচ্ছে? সেটাও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কুন্তল ছিল যুব তৃণমূলের রাজ্য নেতা। তৃণমূলের যুব নেত্রী সায়নী ঘোষের সঙ্গেও যথেষ্ট রাজনৈতিক যোগাযোগ ছিল কুন্তলের এমনটাও অনেকে মনে করছেন। তবে কার্যত আগ বাড়িয়েই অভিষেকের প্রসঙ্গে উত্থাপন করেছিলেন কুন্তল ঘোষ। কুন্তলের বিগতদিনের নেতা। সেই অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নবজোয়ার যাত্রা নিয়েও মুখ খুলছেন জেলবন্দি নেতারা। সব মিলিয়ে অনেকের মতে, শহিদ মিনারে যে সুরে কথা বলছেন অভিষেক, আদালতে যাতায়াতের পথে সেই সুরেই কথা বলছেন কুন্তল। সব মিলিয়ে কুন্তল ঘোষ আর অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বক্তব্যের কোথায় মিল, কোথায় অমিল এনিয়েই এখন চুলচেরা বিশ্লেষন করছেন তদন্তকারীরা আধিকারিকরা। সেই সঙ্গেই একটা প্রশ্ন বার বার উঠছে যুব তৃণমূলের তৎকালীন রাজ্য নেতা দিনের পর দিন ধরে দুর্নীতির জাল বুনলেন অথচ শীর্ষ নেতারা কেউ কিছু জানলেন না? এটা কীভাবে সম্ভব?