New Parliament First look: রবিবার নতুন সংসদ ভবনের উদ্বোধন, আগেই দেখে নিন অপূর্ব সেই Video

শ্রীলক্ষ্মী বি

রবিবার সংসদের নয়া ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্পিকার ওম বিড়লা। মনে করা হচ্ছে দুটি পর্যায়ে এই অনুষ্ঠানে হবে। তবে এখনও পর্যন্ত এনিয়ে সেভাবে সরকারিভাবে কিছু জানানো হয়নি। সূত্রের খবর, পার্লামেন্টের গান্ধী মূর্তির কাছে কিছু অনুষ্ঠান হতে পারে। সেখানে সম্ভবত প্রধানমন্ত্রী, স্পিকার ও রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ সহ অন্যান্যরা অংশ নিতে পারেন। লোকসভার চেম্বারে বিশিষ্টজনেদের উপস্থিতিতে জাতীয় সংগীত পরিবেশন করা হবে।

দেখুন সেই ভিডিয়ো…টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

 

সূত্রের খবর এই নয়া পার্লামেন্টের নিম্নকক্ষে ৮৮৮জনের বসার ব্যবস্থা করা হচ্ছে। উচ্চকক্ষের জন্য আলাদা চেম্বারে ৩০০ জনের বসার জায়গা করা হচ্ছে।

এদিকে সূত্রের খবর, ২৫টি বিরোধী দল এই অনুষ্ঠানে আসতে পারে। তবে বাকি ২০টি বিরোধী দল এই অনুষ্ঠান বয়কট করছে বলে খবর। শিরোমণি আকালি দল, অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্রা কাঝগাম( AIADMK) , বহুজন সমাজ পার্টি, সহ একাধিক দল এই অনুষ্ঠানে আসতে পারে। সব মিলিয়ে একেবারে সাজো সাজো রব। রবিবারের সেই মাহেন্দ্রক্ষণের জন্য অপেক্ষা করছেন দেশবাসী। অত্যন্ত সুন্দর করে গড়ে তোলা হয়েছে এই সংসদ ভবন। তারই বাইরের দৃশ্য, অন্দরসজ্জার কিছু অংশ দেখে নিন আগেভাগেই। দেখে নিন কেমন তৈরি হল নয়া পার্লামেন্ট। গণতন্ত্রের পীঠস্থান।