Satyendra Jain: পড়ে গিয়েছিলেন তিহাড়ের বাথরুমে, মেডিক্যাল ইস্যুতে সত্যেন্দ্র জৈনকে অন্তর্বর্তী জামিন দিল সুপ্রিম কোর্ট

সদ্য তিহাড় জেলের শৌচালয়ে মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন গ্রেফতার হওয়া দিল্লির প্রাক্তন মন্ত্রী সত্যেন্দ্র জৈন। এরপর শুক্রবার সুপ্রিম কোর্ট তাঁর অন্তবর্তী জামিন মঞ্জুর করেছে স্বাস্থ্যের পরিস্থিতির দিক থেকে। উল্লেখ্য, গত বছর মে মাস থেকে তিহাড় জেলে বন্দি দিল্লির এই প্রাক্তন মন্ত্রী। তাঁর বিরুদ্ধে রয়েছে আর্থিক তছরুপের অভিযোগ। আর মেডিক্যাল পরিস্থিতির দিক থেকে ৬ সপ্তাহের জন্য সত্যেন্দ্র জৈনের এই অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। 

জুলাইয়ের ১১ তারিখ পর্যন্ত এই জামিন মঞ্জুর রয়েছে। তবে জেল থেকে বাইরে বেরিয়ে কোনও রকমের প্রত্যক্ষদর্শীকে প্রভাবিত করা থেকে দিল্লির এই প্রাক্তন মন্ত্রীকে বিরত থাকার কথা বলেছে কোর্ট। এরপর ১০ জুলাই এই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে বলে জানানো হয়েছে। সেখানেই সত্যেন্দ্র জৈনের সাম্প্রতিক মেডিক্যাল টেস্টের রিপোর্ট পেশ করে তাঁর জামিনের মেয়াদ বাড়ানো হবে কিনা, বা সেই রিপোর্টের নিরিখে বিবেচিত হবে। উল্লেখ্য, সদ্য বৃহস্পতিবার হঠাৎই মাথা ঘুরে তিহাড় জেলের বাথরুমে পড়ে গিয়েছিলেন সত্যেন্দ্র জৈন। তারপরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে তাঁকে দিন দয়াল উপাধ্যায় হাসপাতালে ভর্তি করা হয়, পরে তাঁকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে। তাঁর শ্বাসকষ্টের সমস্যাও দেখা যায়। এর আগে তাঁর দুই সঙ্গী জানিয়েছিলেন যে দিল্লির প্রাক্তন মন্ত্রী সত্যেন্দ্র জৈন অসুস্থ। তারপরই এই ঘটনা ঘটে যায়।

( কর্তব্যরত অবস্থায় চিকিৎসকের শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত সহকর্মী ডাক্তার!) 

( লিভ ইন পার্টনারকে খুন, দেহখণ্ড ছিল ফ্রিজে ও সুটকেসে! মৃতার মাথার অংশ উদ্ধার ঘিরে কিনারা মামলার, ধৃত ১)

এর আগে, গত বছরের মে মাসে আর্থিক তছরুপকাণ্ডে ইডির হাতে গ্রেফতার হন সত্যেন্দ্র জৈন। অরবিন্দ কেজরিওয়াল মন্ত্রিসভার ওই মন্ত্রী জেলে থাকার শুরু থেকেই অসুস্থ বলে দাবি করা হয়েছে। কয়েকদিন আগে, তিনি জানান, জেলের ভিতর একাকিত্ব, অবসাদ তাঁকে গ্রাস করছে। এদিকে, জেলে তিনি চেয়েছিলন দুজন সঙ্গী। সেই ঘটনায় সাড়া দিয়ে জেলের সুপারিন্টেডেন্টকে পড়তে হয় কর্তৃপক্ষের কোপে। এরপরই এল এই জামিন। ইডির হাতে গ্রেফতার হওয়া এই মন্ত্রীর জামিন আপাতত ৬ সপ্তাহের। এরপর পরিস্থিতি কোনদিকে যায়, সেদিকে তাকিয়ে ওয়াকিবহাল মহল।

  এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup