WhatsApp-এ নিজের ইচ্ছা মতো নাম দিতে পারবেন! আসছে আপডেট

WhatsApp শীঘ্রই এক নয়া ফিচার আনতে চলেছে। আর তাতে ব্যবহারকারীরা নিজেদের অ্যাকাউন্টের সঙ্গে ইচ্ছা মতো যে কোনও ইউজার নেম সেট করতে পারবেন। WaBetaInfo-র রিপোর্ট অনুযায়ী, Android 2.23.11.15 আপডেটের জন্য হোয়াটসঅ্যাপের এই ফিচার নিয়ে কাজ চলছে। বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। আরও পড়ুন: কোনও WhatsApp গ্রুপে আছেন! তাহলে এই Update-টির বিষয়ে অবশ্যই জেনে রাখুন

ইউজার নেমের এই ফিচার সম্ভবত অ্যাপের সেটিংসের মধ্যেই পাওয়া যাবে। রিপোর্ট অনুযায়ী, এই ফিচার অ্যাকটিভেট করতে হলে WhatsApp সেটিংস > প্রোফাইল-এর মধ্যে পাওয়া যাবে। WaBetaInfo-র মতে এই ফিচারের কারণে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের গোপনীয়তাও বৃদ্ধি পাবে।

এই ফিচার কীভাবে কাজ করবে? এই বিষয়ে এখনও হোয়াটসঅ্যাপ কিছু বিশদে শেয়ার করেনি। এখনও কিছুই অফিসিয়াল নয়। তবে যা জানা গিয়েছে, তাতে বলা হচ্ছে, হোয়াটসঅ্যাপের ইউজার নেম এসে গেলে শুধুমাত্র ফোন নম্বর নয়, বরং ইউজার নেমের মাধ্যমেও কোনও চ্যাট চেনা যাবে। সম্ভবত অ্যাপের মধ্যেও সেই ইউজার নেম দিয়ে সার্চ করার অপশন থাকবে। ফলে কারও ফোন নম্বর মনে না থাকলেও হোয়াটসঅ্যাপে সহজেই খুঁজে পাওয়া যাবে।

হোয়াটসঅ্যাপে ইউজার নেম থাকলে একটি আলাদা করে পার্সোনালাইজেশনও করা যাবে। এতে কোনও ব্যবহারকারীর ব্যক্তিগত পছন্দ, অন্যদের থেকে কিছুটা আলাদা হওয়ারও সুযোগ মিলবে।

এই ফিচারের আরও একটি বড় সুবিধা হল ব্যবহারকারীর গোপনীয়তা বজায় থাকবে। ব্যবহারকারীরা যদি তাঁদের ফোন নম্বর শেয়ার করতে না চান, তাহলে তাঁরা এর পরিবর্তে ইউজার নাম ব্যবহার করতে পারবেন। ফলে কেউ যদি তাঁর ফোন নম্বর শেয়ার করার বিষয়ে ভয় পান, সেক্ষেত্রে এটি কাজে লাগতে পারে।

WhatsApp-এ সম্প্রতি বেশ কিছু পর পর বড় আপডেট আসছে। অ্যাপে সম্প্রতি বেশ কয়েকটি বড় আপডেট এসেছে। তার মধ্যে বহু-প্রতীক্ষিত মেসেজ এডিটিংয়ের ফিচারও রয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীকে পাঠানো মেসেজ সংশোধন করা যাবে। WhatsApp-এ মেসেজ পাঠানোর পরেও তা এডিট করে বদলে নেওয়ার জন্য ১৫ মিনিটের সময় পাবে। তবে এর চেয়ে পুরনো মেসেজ ডিলিট করা যাবে না। আরও পড়ুন: Jamai Sasthi Wishes: আজ জামাইষষ্ঠী, প্রিয়জনকে পাঠিয়ে দিন শুভেচ্ছাবার্তা

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup