Bank Holidays in June 2023: ২,০০০ টাকার নোট পালটাবেন? সেদিনই ব্যাঙ্ক বন্ধ নেই তো? দেখুন জুনের ছুটির তালিকা

আগামী মাসে ব্যাঙ্কে গিয়ে ২,০০০ টাকার নোট পালটাবেন বলে ঠিক করে রেখেছেন? কিন্তু যেদিন ২,০০০ টাকার নোট পালটানোর পরিকল্পনা করেছেন, সেদিন ব্যাঙ্ক বন্ধ থাকছে না তো? সেরকম পরিস্থিতি যাতে তৈরি না হয়, সেজন্য আগেভাগেই জুন মাসে ব্যাঙ্কের ছুটির তালিকা দেখে নিন। যে তালিকা ইতিমধ্যে প্রকাশ করেছে ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। ছুটির তালিকা অনুযায়ী, জুনে দেশের বিভিন্ন প্রান্তে মোট ১২ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। ছ’টিই অবশ্য সাপ্তাহিক ছুটি (রবিবার এবং দ্বিতীয় শনিবার)। বাকি ছ’দিন অন্যান্য কারণে ব্যাঙ্ক থাকবে। পশ্চিমবঙ্গে অবশ্য মাত্র একদিন ব্যাঙ্ক থাকবে বলে জানানো হয়েছে (সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে)।

ব্যাঙ্কে ছুটির তালিকা (২০২৩ সালের জুন)

১) ৪ জুন (রবিবার): সাপ্তাহিক ছুটি।

২) ১০ জুন (শনিবার): দ্বিতীয় শনিবার, বন্ধ থাকবে ব্যাঙ্ক।

৩) ১১ জুন (রবিবার): সাপ্তাহিক ছুটি।

৪) ১৫ জুন (বৃহস্পতিবার): ইয়ং মিজো অ্যাসোসিয়েশন দিবস এবং রাজা সংক্রান্তির জন্য যথাক্রমে আইজল এবং ভুবনেশ্বরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

৫) ১৮ জুন (রবিবার): সাপ্তাহিক ছুটি।

৬) ২০ জুন (মঙ্গলবার): রথযাত্রার জন্য ভুবনেশ্বর এবং ইম্ফলে ব্যাঙ্ক বন্ধ থাকবে। সেদিন কলকাতা বা পশ্চিমবঙ্গে ব্যাঙ্ক থাকবে না বলে জানানো হয়েছে।

৭) ২৪ জুন (শনিবার): দ্বিতীয় শনিবার, বন্ধ থাকবে ব্যাঙ্ক।

৮) ২৫ জুন (রবিবার): সাপ্তাহিক ছুটি।

৯) ২৬ জুন (সোমবার): খার্চি পুজোর জন্য শুধুমাত্র আগরতলায় ব্যাঙ্কিং কাজকর্ম হবে না। বন্ধ থাকবে ব্যাঙ্ক।

১০) ২৮ জুন (বুধবার): বকরি ইদের কারণে বেলাপুর জম্মু, কোচি, মুম্বই, নাগপুর, শ্রীনগর এবং তিরুবনন্তপুমে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

আরও পড়ুন: 2000 Note exchange at SBI: লাগবে না পরিচয়পত্র, SBI-তে কত মূল্যের ২,০০০ টাকার নোট পালটাতে চাই না আবেদনপত্র?

১১) ২৯ জুন (বৃহস্পতিবার): বকরি ইদের কারণে আগরতলা, আমদাবাদ, আইজল, বেঙ্গালুরু, ভোপাল, চেন্নাই, দেরাদুন, গুয়াহাটি, হায়দরাবাদ (অন্ধ্রপ্রদেশ), হায়দরাবাদ (তেলাঙ্গানা), ইম্ফল, জয়পুর, জম্মু, কানপুর, কলকাতা, লখনউ, নয়াদিল্লি, পানাজি, পাটনা, রাইপুর, রাঁচি, শিলং, শিমলা এবং শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১২) ৩০ জুন (শুক্রবার): আইজল এবং ভুবনেশ্বরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

আরও পড়ুন: কাছে থাকা ২০০০ টাকার নোটগুলি এবার কী হবে? জেনে নিন সব উত্তর

উল্লেখ্য, আরবিআইয়ের তরফে জানানো হয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে বাজার থেকে ২,০০০ টাকা তুলে নেওয়া হবে। ওই সময়ের মধ্যে ব্যাঙ্ক, আরবিআইয়ের আঞ্চলিক কার্যালয়ে ২,০০০ টাকার নোট জমা দেওয়া যাবে। আবার ব্যাঙ্কে টাকা জমা দেওয়ার সময় ২,০০০ টাকার নোট দেওয়া যাবে বলে জানানো হয়েছে।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)