New Vande Bharat: লোকাল ট্রেনের লাইনেও চলবে বন্দে ভারত! শীঘ্রই আসছে

New Vande Bharat: বিশ্বের কাছে ভারতীয় রেলের ছবি বদলে দিয়েছে বন্দে ভারত। আগামী ১৫ অগস্টের মধ্যে দেশের ৭৫টি রুটে বন্দে ভারত চালানো হবে। এমনই লক্ষ্যমাত্রা স্থির করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখনও পর্যন্ত মোট ১৭টি বন্দে ভারত ট্রেন ফ্ল্যাগ অফ করা হয়েছে। 

এছাড়া আগামী বছরের মধ্যে দেশে এই সেমি-হাইস্পিড ট্রেনের আরও দুইটি ভার্সান চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগামী ২০২৪ সালের ফেব্রুয়ারি নাগাদ এই দুই ট্রেন ট্র্যাকে চলতে শুরু করে দেবে বলে জানা গিয়েছে। আরও পড়ুন: Vande Bharat Metro: আমূল পালটে যাবে লোকাল ট্রেনের পরিষেবা, ২৩৮ বন্দে ভারত মেট্রো নামবে দেশের এই শহরে

বর্তমানে বন্দে ভারত এক্সপ্রেসের একটি মাত্র ভার্সানই ভারতে চলছে। সর্বোচ্চ ৮ ঘণ্টার দূরত্বের ক্ষেত্রেই এই ট্রেন চালানো হচ্ছে। এতে দুই ধরনের কোচ রয়েছে। চেয়ার কার এবং এক্সিকিউটিভ ক্লাস। তবে চলতি অর্থবর্ষে আরও দুইটি নতুন ভার্সানের বন্দে ভারত চালু করার পরিকল্পনা করেছে ভারতীয় রেল। প্রথমটি হল বন্দে মেট্রো। দ্বিতীয়টি হল বন্দে স্লিপার্স।

বন্দে ভারত এক্সপ্রেসের কারণে ভারতীয় রেলের যাত্রীদের বিশ্বমানের রেল যাত্রার অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আদতে, পুরনো প্রযুক্তির রাজধানী, শতাব্দী এবং কিছু ক্ষেত্রে লোকাল ট্রেনকেও প্রতিস্থাপন করা হবে এই বন্দে ভারতের মডেলের মাধ্যমে। দীর্ঘ মেয়াদী লক্ষ্য নিয়েই এই ট্রেন আনা হয়েছে।

বর্তমানে চেন্নাইয়ের ইন্ট্রিগ্রেটেড কোচ ফ্যাক্টরিতে (ICF) তিনটি নয়া ভেরিয়েন্টের বন্দে ভারত নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে।

বন্দে ভারত-এর বিভিন্ন ভার্সানের এই ট্রেনগুলি ভিন্ন ভিন্ন রুটে চালানো হবে। বন্দে ভারতের চেয়ার কার বর্তমানে ১০০-৫০০ কিলোমিটারের দূরত্বে চালানো হচ্ছে। এতে ৮ ঘণ্টা সময় লাগছে। এতে চেয়ার কারে বসে যেতে যাত্রীদের সমস্যা নেই।

কিন্তু এর বেশি সময় লাগলে কিন্তু এভাবে যাত্রীরা বসে বসে যেতে পারবেন না। সেক্ষেত্রে শোওয়ার জন্য আরামদায়ক ব্যবস্থা করতে হবে। আর ঠিক সেই কারণেই বন্দে স্লিপার্স।

অন্যদিকে ১০০ কিলোমিটারের মধ্য কম দূরত্বের মধ্যে চালানোর জন্য বন্দে মেট্রোর পরিকল্পনা করা হচ্ছে। আরও পড়ুন: Vande Bharat Express: বৃহস্পতিতে চালু হবে আরও ১ টি বন্দে ভারত এক্সপ্রেস, কোন রুটে? ভাড়া ও সূচি দেখুন

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup