বাংলা নিউজ > টুকিটাকি > Sexual health: মাইক্রোপ্লাস্টিকই কেড়ে নিচ্ছে নারী পুরুষের মিলনশক্তি? বিষ্ফোরক দাবি গবেষণায়
Updated: 27 May 2023, 07:30 AM IST
Sanket Dhar
মাইক্রোপ্লাস্টিক একটি বিশেষ ধরনের সূক্ষ্ম প্লাস্টিক। যা আধুনিক সভ্যতার দৌলতে জলে ডাঙায় প্রায় সব জায়গায় পাওয়া যায়। এটিই কি কমিয়ে দিচ্ছে সঙ্গমের তেজ?
1/6মাইক্রোপ্লাস্টিক একটি বিশেষ ধরনের সূক্ষ্ম প্লাস্টিক। যা আধুনিক সভ্যতার দৌলতে জলে ডাঙায় প্রায় সব জায়গায় পাওয়া যায়। এটিই কি কমিয়ে দিচ্ছে সঙ্গমের তেজ? বিজ্ঞানীদের গবেষণায় মিলল নয়া তথ্য। (Freepik)2/6খাদ্যদ্রব্যেও মিলেছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি। এই ধরনের প্লাস্টিক বাতাসের মাধ্যমেও চলাচল করতে পারে। এর ফলে শ্বাসযন্ত্রের বিভিন্ন রোগের পিছনেও মাইক্রোপ্লাস্টিক দায়ী বলে মনে করা হচ্ছে। (Freepik)3/6প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহারের কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। চিকিৎসক শ্রুতি এন মানে হিন্দুস্তান টাইমসকে বলেন, প্লাস্টিকের যেটুকু অংশ বিয়োজিত হয় না, সেটুকুই খাবার ও জলের মাধ্যমে সংক্রমিত হচ্ছে। (Freepik)
4/6প্রায় ৪০ শতাংশ পুরুষদের বীর্যেই ইদানিং প্রভাব ফেলছে পরিবেশ দূষণকারী নানা ক্ষতিকর পদার্থ। তার মধ্যে অন্যতম হল এই মাইক্রোপ্লাস্টিক। দেখা গিয়েছে, বীর্যের কলাকোষের বিভাজন ও তার বন্টন অনেকটাই নির্ভর করছে মাইক্রোপ্লাস্টিকের উপর। (Freepik)5/6দেখা গিয়েছে, শুক্রথলির কলাকোষে মাইক্রোপ্লাস্টিকের জমাট বাঁধার প্রবণতা রয়েছে। যত শুক্রথলিতে এর সংখ্যা বাড়ছে, ততই বাড়ছে পুরুষদের স্ট্রেসজনিত সমস্যা। একইসঙ্গে অ্যান্টিঅক্সিডেন্টের হারও কমছে সেখানে। (Freepik)6/6এই অ্যান্টিঅক্সিডেন্ট হ্রাসই শুক্রাণুর গুণমান কমতে থাকার বড় কারণ। পুরুষদের পাশাপাশি মহিলাদের ডিম্বথলিতেও ঘটছে একই ঘটনা। রিয়্যাক্টিভ অক্সিজেন স্পেসিস নামক কিছু বিশেষ অণুর জন্ম হচ্ছে মাইক্রোপ্লাস্টিক থেকে। যার কারণে পুরুষ ও মহিলা দুইয়ের বীর্যের মানই কমে যাচ্ছে। (Freepik)