Siliguri to Kolkata ticket fare: শিলিগুড়ি থেকে কলকাতা, বাসের ভাড়া ৩ হাজার,ট্রেনে টিকিট নেই, মাথায় হাত পর্যটকদের

গরমের ছুটি পড়ে গিয়েছে। অনেকেই এখন পাহাড়মুখী। পর্যটকদের সমাগমে গমগম করছে পাহাড়। কিন্তু যারা আগে থেকে পরিকল্পনা করেননি তাঁরা পড়েছেন মারাত্মক সমস্যায়। শেষ সময়ে টিকিট কাটতে গিয়ে অনেকেই দেখছেন ট্রেনের টিকিট মিলছে না। এমনকী অনেকের আবার টিকিট ওয়েটিং লিস্টে ছিল। তাঁরা ভেবেছিলেন হয়তো পাহাড়ে ৪-৫ দিন ঘুরে আসার পরে টিকিট কনফার্ম হয়ে যাবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে টিকিট কনফার্ম হচ্ছে না। অগত্যা তাঁরা কলকাতা ফেরার জন্য় শিলিগুড়ির বাস টার্মিনাসে আসছেন। আর সেখানে কলকাতার বাসের ভাড়া শুনে কার্যত পিলে চমকানো অবস্থা।

একটি নামী পরিবহণ সংস্থার সঙ্গে এব্যাপারে কথা বলেছে হিন্দুস্তান টাইমস বাংলা। সেই পরিবহণ সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে বাসের ভাড়া ওঠা নামা করছে। এক ঘণ্টা আগে বাসের ভাড়া যা থাকছে তা এক ঘণ্টা পরে না থাকতে পারে। মোটামুটিভাবে ১৮০০ থেকে ২০০০ টাকার মধ্যে ভাড়া থাকছে। এর বেশি ভাড়াও হতে পারে।

কিন্তু বাস্তব ছবিটা আরও ভয়াবহ। পাহাড় ঘোরা তো দূরের কথা, কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার বাসের টিকিট কাটতেই পকেট ফাঁকা হয়ে যাওয়ার অবস্থা। শিলিগুড়ি থেকে কলকাতাগামী বাসের টিকিট অনলাইনে কাটার সময় স্ক্রিনে দেখিয়ে দিচ্ছে, দ্রুত কেটে ফেলুন। এই রুটে টিকিট দ্রুত ফুরিয়ে যাচ্ছে।

বেসরকারি বাসে শিলিগুড়ি থেকে কলকাতার বাসের ভাড়া দেখাচ্ছে ৩৫০০ টাকা। সন্ধ্যা সাড়ে ৬টার একটা বাসের ভাড়া দেখাচ্ছে ৪৪৬০ টাকা। তবে এগুলি হল এসি বাসের টিকিট। প্রচন্ড গরমে এতটা রাস্তা অনেকে এসি বাসেই যেতে চাইছেন। তবে নন এসি বাসের ভাড়া তুলনায় কিছুটা কম।

এদিকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার যে বাস রয়েছে সেখানেও একেবারে ঠাঁই নেই অবস্থা। তবে সরকারি বাসে তুলনায় ভাড়া কিছুটা কম রয়েছে। ট্রেনে টিকিট মিলছে না। বাস আর বিমানের টিকিটের দাম আকাশছোঁয়া। বাঙালির সাধের দার্জিলিং ভ্রমণ কি অধরাই থেকে যাবে?

এক্ষেত্রে ট্রাভেল এজেন্টদের একাংশের মতে, হাতে সময় নিয়ে বাসের টিকিট কাটুন। এতে কিছুটা সস্তা পড়বে। এই মরসুমে ট্রেনে কনফার্ম টিকিট না থাকলে বিকল্প কিছু ভেবে রাখুন। না হলে শেষ সময়ে পরিবার নিয়ে সমস্যায় পড়তে পারেন।