Eden Gardens likely to host India vs South Africa match

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) নয়, বরং সবকিছু ঠিকঠাক থাকলে আসন্ন বিশ্বকাপে (ICC World Cup 2023) ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) ম্যাচ আয়োজন করতে পারে ইডেন গার্ডেন্স (Eden Gardens)। তবে তাই বলে কলকাতার ক্রিকেটপ্রেমীদের বাবর আজমদের দেখার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিসিসিআই (BCCI) সূত্র মারফত জানা গিয়েছে যে,  পাকিস্তান বনাম বাংলাদেশ (Pakistan vs Bangladesh) হাইভোল্টেজ ম্যাচ আয়োজনের দায়িত্ব পেতে পারে ক্রিকেটের নন্দন কানন। ম্যাচ পড়তে পারে বাংলাদেশের বিরুদ্ধে। এছাড়াও সাকিব আল হাসান (Shakib Al Hasan) -তামিম ইকবালদের (Tamim Iqbal) আরও একটি ম্যাচ ইডেনে আয়োজিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরসঙ্গে অন্য আর একটি ম্যাচ আয়োজনের দায়িত্বও পেতে পারে সিএবি (CAB)।

২৭ মে বিসিসিআই-এর বিশেষ সাধারণ সভা ছিল। সেই বৈঠকে যোগ দিতে এবং আইপিএল ফাইনাল (IPL Final 2023) দেখতে আহমেদাবাদে গিয়েছেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, সচিব নরেশ ওঝা, কোষাধ্যক্ষ প্রবীর চক্রবর্তী ও সহ সভাপতি অমলেন্দু বিশ্বাস। আহমেদাবাদে রয়েছেন সিএবি-র প্রাক্তন সভাপতি তথা আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য অভিষেক ডালমিয়া।  

আরও পড়ুন: IPL Final 2023, CSK vs GT: ধোনি না হার্দিক, আহমেদাবাদে বৃষ্টি বাধ সাধলে কার হাতে ট্রফি উঠবে?

আরও পড়ুন: Mahendra Singh Dhoni, IPL 2023: মেগা ফাইনালের আগেই অবসরের ঘোষণা করলেন ধোনির দলের তারকা! কে তিনি?

আসন্ন বিশ্বকাপের ম্যাচগুলো কোন কোন ভেন্যুতে আয়োজিত হবে। সেই বিষয়ে এখনও সরকারি ঘোষণা করেনি আইসিসি। ৭ জুন থেকে শুরু হবে বিশ্ব টেস্ট ফাইনাল। সেই সময়ই ৫০ ওভারের বিশ্বকাপের সূচি প্রকাশ করা হবে।  

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)