Malda: মোবাইল ফোনে গেম নিয়ে ভাইয়ের সঙ্গে ঝগড়া, মায়ের বকুনি খেয়ে আত্মঘাতী কিশোরী

মোবাইল ফোনে গেম খেলা নিয়ে ভাইয়ের সঙ্গে ঝগড়া করায় বকেছিলেন মা। তার জেরে অভিমানে আত্মঘাতী হল ১৩ বছরের ছাত্রী। রবিবার মালদার মানিকচকের নাবাদিয়াটোলার ঘটনা। ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা।

পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে মোবাইল ফোনে গেম খেলা নিয়ে ৫ বছরের ভাই কারান মণ্ডলের সঙ্গে ঝগড়া করছিলেন দিদি মঙ্গলি। তখন মা ঊর্মিলা মণ্ডল মঙ্গলিকে বকেন। মোবাইল ফোনটি তার হাত থেকে কেড়ে নেন। এর পর ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় সপ্তম শ্রেণির ওই ছাত্রী। বেশ কিছুক্ষণ ডাকাডাকির পরেও দরজা না খোলায় ঘরের টালি ফাঁকা করে ছেলে কারানকে ঘরে ঢোকান ঊর্মিলাদেবী। সে জানায়, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে দিদি। এর পর ঘরের দরজা খুলে দেয় শিশুটি। মেয়েকে উদ্ধার করে মানিকচক হাসপাতালে নিয়ে যান ঊর্মিলাদেবী। সেখানে মঙ্গলিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

বছর কয়েক আগে স্বামীকে হারিয়েছেন ঊর্মিলাদেবী। এবার মেয়েকে হারিয়ে ভেঙে পড়েছেন তিনি। স্থানীয় একটি নার্সিংহোমে আয়ার কাজ করেন তিনি। মঙ্গলিও বেশ মেধাবী ছিল বলে জানিয়েছেন প্রতিবেশীরা। কিন্তু জেদের বশে সে এমন কাণ্ড করতে পারে তা কল্পনা করতে পারছেন না কেউই।