Mamata Banerjee: দলের গোষ্ঠীকোন্দল মিটিয়ে ফেলে সবাইকে মিলেমিশে থাকার বার্তা মমতার

পঞ্চায়েত ভোটের লক্ষ্যে দলের আন্দরের গোষ্ঠীকোন্দল মিটিয়ে নেওয়ার ফেলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ‘দলের সকলে যদি মিলেমিশে থাকে বা কোনও ঝগড়া না হয় তাহলে তৃণমূলকে কেউ হারাতে পারবে না।’ এমনই বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে দলের বেশ কয়েকজন নেতা, বিধায়ক, মন্ত্রীকে কড়া বার্তা দিলেন তৃণমূল সুপ্রিয়।

শনিবার পশ্চিম মেদিনীপুরের শালবনীতে নবজোয়ারের সভামঞ্চ থেকে অভিনেত্রী তথা তৃণমূল বিধায়ক জুন মালিয়ার প্রশংসা শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। জুন মালিয়াকে নিয়ে মন্তব্য করার জন্য রাজ্যের ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতোকে এদিন ভর্ৎসনা করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরাকে হুঁশিয়ারি দেন মমতা। তিনি বলেন, ‘আমাকে ব্যবস্থা নিতে বাধ্য কোরো না।’ তখনই মমতা দলের অন্দরের ঝগড়া বিবাদ মিটিয়ে দেওয়ার বার্তা দেন। সম্প্রতি, জুন মালিয়ার সঙ্গে জেলা সভাপতির বিরোধ প্রকাশ্যে এসেছে। এছাড়াও জেলা সভাপতির সঙ্গে বিরোধ বেঁধেছে কেশপুরের বিধায়ক শিউলি সাহার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘জুন আমাদের সাংস্কৃতিক সেলে রয়েছে। ও এলাকায় এলাকায় ঘোরে। সুজয় তুমি জুনের সঙ্গে ভালো ব্যবহার করবে। আর যদি না করতে পারো তাহলে আমাকে বাধ্য কোরো না ব্যবস্থা নিতে।’

পাশাপাশি শিউলির সঙ্গেও বিবাদ মিটিয়ে নেওয়া নির্দেশ দিয়েছেন দলের নেত্রী। একইসঙ্গে প্রাক্তন জেলা সভাপতি অজিত মাইতির প্রসঙ্গে বলেন, ‘অজিত আমাদের পুরনো নেতা। দলের সহকর্মী। ওকে অনেকেই পাতা দিচ্ছে না। এটা ঠিক হচ্ছে না।’ একই সঙ্গে অজিতকে কিছু পরামর্শ দিয়েছেন। মমতা বলেন, ‘অজিতের স্বভাব হচ্ছে একটু গ্রুপ্রিজম করা। এগুল বন্ধ করলে সবাই তোমাকে মানবে।’ প্রসঙ্গত, কুড়মি আন্দোলনের বিতর্কিত মন্তব্য করেছিলেন অজিত। এজন্য তাঁকে সতর্ক করেছেন মমতা।

সর্বোপরি এদিন মমতার একটাই বক্তব্য ছিল তৃণমূলের সকলকে মিলেমিশে থাকতে হবে। সকলে একসঙ্গে কাজ করলে কেউ তৃণমূলকে হারাতে পারবে না বলেই এদিন তিনি বার্তা দেন। একই সঙ্গে দলের কোন্দল যাতে মিটে যায় সে প্রসঙ্গে সতর্ক করে মমতা বলেন, ‘আমি কলকাতায় থাকলেও সব খবর আমার কাছে থাকে।’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup