Wrestler Protest: ‘মহিলা খেলোয়াড়দের কণ্ঠ বুটের নিচে পিষে দেওয়া হচ্ছে’, রেস্টলার আটক প্রসঙ্গে গর্জন প্রিয়াঙ্কার

দিল্লিতে এদিন প্রতিবাদী একাধিক রেস্টলালের আটক ঘিরে সরগরম রাজনৈতিক মহল। তারকা রেস্টলার সাক্ষী মালিক, বজরং পুনিয়া, ভিনেশ ফোগতদের একটি প্রতিবাদী মিছিল নয়া মার্চ করে এগোচ্ছিল দিল্লিতে। অভিযোগ তাঁদের মিছিল নিরাপত্তা ঘেরোটোপ পেরিয়ে নয়া সংসদভবনের দিকে যাচ্ছিল। আর সেই অভিযোগেও আটক করা হয়েছে একাধিক রেস্টলারকে। ঘটনার তীব্র নিন্দা করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী।

প্রিয়াঙ্কা টুইট বার্তায় লেখেন,’ খোলোয়াড়দের বুকে থাকা মেডেল দেশের গর্ব। তাঁদের মেডেল , তাঁদের পরিশ্রম দেশের মান বাড়ায়। বিজেপি সরকারের অহংকার এতটাই বেড়ে গিয়েছে যে তারা আমাদের মহিলা খেলোয়াড়দের কণ্ঠ নির্মতার সঙ্গে বুটের তলায় পিষে দিতে চাইছে। এই পদক্ষেপ ভুল। গোটা দেশ দেখছে সরকারের অহংকার আর অন্যায়।’

( ‘ঔপনিবেশিক মানসিকতা পেরিয়েছে ভারত’, নয়া সংসদভবন থেকে প্রথম ভাষণে মোদী যা বললেন)

উল্লেখ্য, শুধু প্রিয়াঙ্কাই নন, সাক্ষী, ভিনেশদের বলপূর্বক আটক করার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিদি তাঁর টুইটে লেখেন, ‘দিল্লি পুলিশ যেভাবে সাক্ষী মালিক, ভিনেশ ফোগাট এবং অন্যান্য কুস্তিগীরদের মারধর করেছে তার তীব্র নিন্দা জানাচ্ছি। এই ঘটনা খুবই লজ্জাজনক।’ চিনি অবিলম্বে আটক হওয়া রেস্টলারদের মুক্তির দাবি জানিয়েছেন। তিনি তাঁর টুইটে লেখেন, ‘স্বৈরাচারি শক্তি অসহিষ্ণু হয় এবং ভিন্নমতকে দমন করে’।

প্রসঙ্গত, ২৮ মে উদ্বোধন হয় দেশের নয়া সংসদভবনের। সেই নয়া সংসদভভন অভিযানে নামের দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদরত রেস্টলাররা। যন্তরমন্তরেই পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি হয় রেস্টলার ভিনেশ ফোগত, সাক্ষী মালিক, বজরং পুনিয়াদের। উল্লেখ্য, ভারতীয় রেস্টলার ফেডারেশনের সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার প্রতিবাদে দিল্লিতে বিক্ষভে নামের রেস্টলাররা। সেই আন্দোলনেরই অংশ ছিল এই নয়া সংসদভবন অভিযান। তারই জেরে এভাবে চলল আটক।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup