Mamata Banerjee: সরকারের সেকাল-একাল, ছবি শেয়ার করলেন মমতা, নীতি আয়োগে যাননি কেন? প্রশ্ন নেটপাড়ায়

সরকারের সেকাল আর একাল। দুটি ছবি শেয়ার করেছেন খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। কিন্তু তিনি নিজে থেকে কিছু লেখেননি। ছবির উপরের দিকে স্বাধীনতার পরে জওহরলাল নেহেরু সহ অন্যান্যদের একটি ছবি রয়েছে। সেখানে ওপরে লেখা After Independence। আর নীচে অপর একটি ছবি দেওয়া হয়েছে। সেটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি। সেখানে দেখা যাচ্ছে মোদীর পাশে দাঁড়িয়ে রয়েছেন প্রচুর সাধু সন্ত। একপাশে দাঁড়িয়ে রয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেই ছবিতে লেখা রয়েছে, And Now।

 

 

একটি ছবি সাদাকালো। আর নীচের ছবিটা সদ্য তোলা। একেবারে ঝকঝকে রঙিন। এদিকে ইতিমধ্য়েই মিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি নতুন সংসদ ভবনের অনুষ্ঠান নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁর মতে, কেবলমাত্র একটি ধর্মকেই প্রাধান্য দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার এনিয়ে সরাসরি কোনও মন্তব্য না করেও কেবলমাত্র দুটি ছবি শেয়ার করেছেন। ফেসবুকে, টুইটারে বাংলার মুখ্যমন্ত্রী এই ছবি শেয়ার করেছেন। তবে ফেসবুকে মুখ্যমন্ত্রী এই ছবি শেয়ার করার পরেই নানা মন্তব্য করছেন নেটিজেনরা।

একজন লিখেছেন, বেশ করেছে। একদম ঠিক করেছে। উই ওয়ান্ট আওয়ার ট্রাডিশন অ্যান্ড কালচার রি-ইনস্টেটেড। ইটস এ ম্যাটার অফ প্রাইড ফর আস( ইন্ডিয়ানস)।

অপর একজন লিখেছেন, একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের প্রাণকেন্দ্র রাষ্ট্রের সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতিকে উপেক্ষা করে ধর্মীয় মানুষদের সমাগম ঘটিয়ে উদ্বোধন করা হল দুর্ভাগ্য ভারতবর্ষের।

এদিকে মমতা অফিসিয়ালকে ট্যাগ করে টুইটারে মন্তব্য করে দাবি করা হয়েছে প্রথম ছবিটি হল সংসদের। আর দ্বিতীয় ছবিটি পিএম হাউসের।সেই সঙ্গে নীতি আয়োগের মিটিংয়ের পর একটি গ্রুপ ছবি শেয়ার করা হয়েছে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অন্য়ান্য মুখ্যমন্ত্রীদের ছবি রয়েছে। এবার নেটিজেনের বক্তব্য সংসদ ভবনের উদ্বোধনের আগের দিনে নীতি আয়োগের মিটিংয়ের এই ছবি। আপনি আপনার ইগোর জন্য় সেই মিটিংয়ে যাননি। হিন্দুদের প্রতি আপনার ঘৃণার কথা আর কারোর কাছে অজানা নয়।