NASA research: ‘নকল’ মঙ্গলে কাটাতে হবে ১ বছর! বিজ্ঞানীদের নিয়ে কেন এই উদ্যোগ নাসার? জানলে চমকে যাবেন

মঙ্গলে থাকতে হলে কীভাবে থকবে মানুষ?  তা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতেই এবার শুরু হল নকল মঙ্গলে থাকা। এই বিশেষ উদ্যোগেই এবার শামিল হয়েছেন কয়েকজন বিজ্ঞানী। তাঁদের সারা বিশ্ব থেকে নানান রকম কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে বেছে নিয়েছে, আমেরিকার বিখ্যাত মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা। এই দিন ওই দলেরই একজন ৫২ বছর বয়সি কেলি হ্যাস্টন সংবাদমাধ্যম এএফপিকে জানান, লাল গ্রহ থাকতে কেমন লাগে সেই পরিস্থিতি বোঝার জন্যই এই চ্যালেঞ্জ বেছে নিয়েছি। আপাতত কিছু দিন আমরা শুধু লাল গ্রহ থাকার ভান করব। প্রসঙ্গত জুনের শেষ থেকেই তাঁকে এই মঙ্গল গ্রহের ডামিতে থাকতে হবে। আগামী এক বছর এভাবেই কাটবে তাঁদের। আমেরিকার টেক্সাসের হউস্টনে মঙ্গল গ্রহের এই বিশেষ ডামি গড়ে তোলা হয়েছে। সেখানেই আগামী এক বছর নানা প্রতিকূলতার মধ্যে থাকতে হবে কয়েকজনকে। 

আরও পড়ুন: হাজার কেটে ছড়ে গেলেও ব্যথা লাগে না মোটে! কী এমন জাদু জানেন এই বৃদ্ধা

আরও পড়ুন: কুমির ভালোবাসতেন বড্ড! কিন্তু ছোট্ট এক ভুলেই কাল হয়ে দাঁড়াল কুমিরের পাল

মঙ্গল গ্রহে থাকতে হলে কেমন পরিবেশ দরকার? কোন কোন বিপদে পড়তে হতে পারে মহাকশযাত্রীদের? এই সবকিছুই এবার হাতেকলমে পরীক্ষা করে দেখতে চায় নাসা। তবে এর জন্য সরাসরি মঙ্গল গ্রহে গিয়ে নয়, বরং পৃথিবীতেই এমন ছোট্ট নকল মঙ্গলের জগত তৈরি করে ফেলেছে তাঁরা। সেখানেই শুরু হবে প্রতিকূলতার পরীক্ষা নিরীক্ষা। পেশায় কানাডার বায়োলজিস্ট কেলি সংবাদমাধ্যমকে জানান, এই ১২ মাসের মধ্যে গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি খারাপ হয়ে যেতে পারে। তখন বিপদ সামাল দিতে হবে মঙ্গলের বাসিন্দাদেরই। আবার, অপ্রত্যাশিত উপহারও থাকতে পারে বাসিন্দাদের জন্য। ১৭০০ স্কোয়ারফিটের নকল মঙ্গলে থাকা খাওয়ার প্রাথমিক সুবিধা থাকবে। জিমের পাশপাশি চাষের খেতও রয়েছে, কারণ খাবারটা ফলিয়ে খেতে হবে! 

ভবিষ্যতে লাল গ্রহের বড় অভিযান করতে হলে কি কি ব্যবস্থা দরকার তা বুঝে নিতেই নাসা এই উদ্যোগ নিয়েছে। তবে কেলির কথায়, তাঁর কাছে এখনো পুরো জিনিসটা বিশ্বাসযোগ্য হয়ে ওঠেনি। তার কথায় এখনো অবিশ্বাস্য মনে হচ্ছে আগামী ১২ মাসের পরিস্থিতি। শুধুই নকল মঙ্গল গ্রহ নয়, গ্রহের বাইরে মঙ্গলের মাটিতে ঘুরে বেড়ানোর জন্য একটি নকল স্থানও তৈরি করেছে নাসা। আপাতত আগামী ১২ মাসের বাসিন্দারা চাইলে সেখানেও মাঝেমাঝে স্পেসওয়াকে বার হতে পারেন। তবে ওই অঞ্চলে এমনি এমনি ভ্রমন করা যাবে না ওর জন্য লাগবে স্পেসশুট। অর্থাৎ পুরোটাই একেবারে আসল মঙ্গল গ্ৰহের মতোই পরিস্থিতি। এবার শুধু অপেক্ষা আগামী ১২ মাসে কী হয় তা দেখার‌।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup