Sharee theft: ক্রেতা সেজে দোকানে ঢুকে লক্ষাধিক টাকার দামি শাড়ি চুরি, তদন্তে লেক থানার পুলিশ

ক্রেতা সেজে একটি দোকান থেকে কয়েক লক্ষ টাকার শাড়ি চুরি করে নিয়ে পালাল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় লেক থানার যোধপুর পার্ক সংলগ্ন একটি শাড়ির বিপণনিতে। সিসিটিভি থাকা সত্ত্বেও কীভাবে ওই দোকান থেকে চুরি হল? তাই নিয়ে উঠছে প্রশ্ন। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চঞ্চলা ছড়িয়েছে। সতর্ক হয়েছেন অন্যান্য ব্যবসায়ীরা। ইতিমধ্যেই থানায় অভিযোগ জানিয়েছেন ওই দোকানের মালিক। তার ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় ক্রেতা সেজে আটজন দোকানে ঢোকে। যার মধ্যে ছিল ৬ জন মহিলা এবং দুজন যুবক। প্রথমে তাদের দেখে সন্দেহ হয়নি দোকানের কর্মীদের। অন্যান্য ক্রেতাদের মতোই তাদের সাধারণ ক্রেতা ভেবেছিলেন কর্মচারীরা। অভিযোগ, তারা বিভিন্ন দলে ভাগ হয়ে দোকানে ঢুকেছিল। সেই সময় দোকানে দুজন মহিলা কর্মী ছিলেন। তাঁরা যখন ওই সমস্ত ক্রেতাদের শাড়ি দেখাতে ব্যস্ত ছিলেন তখনই তারা একটি একটি করে লুকিয়ে ফেলে। এরপর তারা সেখান থেকে চলে যায়। প্রথমে এই বিষয়টি কারও নজরে আসেনি। কিন্তু, দিনের শেষে হিসেবে মেলাতে গিয়ে ঘটে বিপত্তি। তাতে দেখা যায় বেশ কয়েকটি মূল্যবান শাড়ি কম রয়েছে। এরপর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতেই আসল ঘটনা ধরা পড়ে।

এই ঘটনায় ওই দোকানের মালিক পূর্ণাশিস দত্ত লেক থানায় অভিযোগ দায়ের করেন। তিনি জানান, ‘অভিযুক্ত মহিলারা শাড়ির ভাঁজে একের পর এক শাড়ি লুকিয়ে ছিলেন। তার পরেই পুলিশের কাছে অভিযোগ জানাই।’

ওই ব্যবসায়ীর অভিযোগ, প্রায় ২৪টি শাড়ি চুরি হয়ে গিয়েছে। সেগুলি সবই মূল্যবান শাড়ি ছিল। অভিযুক্তরা সকলে দক্ষিণী ভাষায় কথা বলছিল। তাদের কথা বুঝতে পারেননি কর্মচারীরা। তাছাড়া তাদের কারও হাতে ব্যাগ ছিল না। ফলে তাদের উপর সন্দেহ হয়নি। এই ঘটনার ভিত্তিতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে লেক থানার পুলিশ। ঘটনায় অভিযুক্তদের শনাক্ত করা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup