Sukanta Majumder: বাইরন বিশ্বাস এখন মিরজাফর বিশ্বাস হয়ে গেল: সুকান্ত

কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদানকারী সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসকে মিরজাফর বিশ্বাস বলে কটাক্ষ করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। সোমবার দলের রাজ্য সদর দফতরে এক সাংবাদিক বৈঠকে এই দাবি করেন তিনি।

এদিন সুকান্তবাবু বলেন, ‘এই উপনির্বাচনে আমি একটি জায়গাতেই প্রকাশ্যে বক্তব্য রেখেছিলাম। সেদিনই বলেছিলাম কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন তিনি জেতার পরের দিনই হয়তো তৃণমূলে চলে যাবে। সেটাই দেখা গেল, বাইরন বিশ্বাস এখন মিরজাফর বিশ্বাস হয়ে গেল। এখন চলবে এরকমই’।

তৃণমূলকে আক্রমণ করে তিনি বলেন, ‘তৃণমূল কংগ্রেস তো সর্বগ্রাসী। এবার ওখানকার মানুষ বুঝবে। তৃণমূল কংগ্রেস বলছিল বাইরন বিশ্বাস না কি আমাদের বিরোধী দলনেতার কাছের লোক। এখন দেখা যাচ্ছে, যে ছবি দেখাচ্ছিল তারই কাছের লোক’।

সাগরদিঘি উপ নির্বাচনে কংগ্রেস টিকিটে জয়ী হন প্রসিদ্ধ ব্যবসায়ী বাইরন বিশ্বাস। তাঁকে জেতাতে ঝাঁপিয়ে পড়ে বামেরা। নির্বাচনের ফল ঘোষণার ৩ মাসের মধ্যে সোমবার তৃণমূলের নব জোয়ার কর্মসূচিতে অভিষেকের হাত থেকে তৃণমূলের ঝান্ডা ধরেন তিনি।