Venice grand canal water: ভেনিসের জল হঠাৎ করেই সবুজ! কীভাবে? পুলিশের সন্দেহের তালিকায় কারা

ভেনিসের বিখ্যাত গ্র্যান্ড ক্যানালে বিপত্তি। জল জল আর জল সর্বস্ব সেই শহর। সেখানেই  গ্র্যান্ড ক্যানালের জলে ফ্লুরোসেন্ট সবুজ রং দেখা দিল এবার। রবিবার সকালে ভেনিসের লোকেরা এই অস্বাভাবিক দৃশ্যের সাক্ষী হলেন‌। ভেনিসের আঞ্চলিক প্রেসিডেন্ট লুকা জাইয়া এই দিন টুইটারে এই নিয়ে লেখেন। তাঁর কথায়, ‘আজ সকালে ভেনিসের গ্র্যান্ড ক্যানালে ফসফরেসেন্ট সবুজ তরলের একটি রং দেখা গিয়েছে। রিয়াল্টো ব্রিজের কাছে থাকা কিছু বাসিন্দা এই অস্বাভাবিক রঙের কথা স্থানীয় প্রশাসনকে রিপোর্ট করেন।’ একইসঙ্গে আঞ্চলিক প্রেসিডেন্ট লুকা বলেন, ‘প্রিফেক্ট তরফে এই নিয়ে তদন্তের জন্য পুলিশের সঙ্গে একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে। কোথা থেকে এই তরলের উৎস, তা জানতেই এই মিটিং।’

আরও পড়ুন: ঋতুস্রাবের ৪ সেরা উপকরণ! হাজার কাজে ব্যস্ত হলেও পড়বেন না ঝামেলায়

আরও পড়ুন: ৯০০ কারিগর সংসদের জন্য কতগুলি কার্পেট বুনেছেন? ১০ লাখ ঘন্টার হিসেবে বড় চমক

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় কর্তৃপক্ষ ওই খাল থেকে জলের নমুনা সংগ্রহ করেছে। এই নমুনার ভিত্তিতেই জরুরি তদন্ত শুরু হয়েছে। তবে ইতিমধ্যেই এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। কেন জলের রং পাল্টে গেল, সেই নিয়ে নান মুনির নানা মত শোনা যাচ্ছে। বিখ্যাত রিয়াল্টো ব্রিজের চারপাশের জলের রং পরিবর্তনের কারণ কী হতে পারে তা নিয়ে অনেকেই নানারকম অনুমান করছেন। ইতিমধ্যে এই নিয়ে বিভিন্ন তত্ত্ব অনলাইনে প্রকাশিত হয়েছে। যার মধ্যে পরিবেশ কর্মীদের একটি কাজকেও দায়ী করা হচ্ছে।  প্রতিবাদের জন্য তাদের তরফে জলে রঞ্জক মেশানোও জলের রং পাল্টে যাওয়ার একটি কারণ হতে পারে বলে অনেকের মত।

ইতালীয় মিডিয়ার প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় পুলিশ ইতিমধ্যেই সিসিটিভি পরীক্ষা করতে শুরু করেছে। গত সপ্তাহের শেষে অনুষ্ঠিত হয়েছিল ভলগালোঙ্গা রেগাটা। সেই অনুষ্ঠানের সঙ্গে এই সবুজ ফ্লুরোসেন্ট রঙের কোনও যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। সিএনএন-এর মতে , সকাল সাড়ে নটা নাগাদ সিইটি-তে এই সবুজ রঙের দৃশ্য প্রথম নজরে পড়ে। এরপর তা ধীরে ধীরে ছড়িয়ে পড়তে শুরু করে। শহরের কাউন্সিলম্যান আন্দ্রেয়া পেগোরারো এর জন্য সরাসরি পরিবেশ কর্মীদের দোষারোপ করেন। গত কয়েক মাসে তাঁরা ইতালীয় সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থানগুলিকে আক্রমণ করছে তাদের আন্দোলনের নিরিখে। আপাতত তাঁরাই সন্দেহের তালিকায়।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup