Weight and height discrimination: ওজন বেশি বা হাইট কম নিয়ে বলা যাবে না কিছু! কড়া নিষেধাজ্ঞা জারি নিউ ইয়র্কে

বেশি ওজন বলে লোকে টিটকিরি দেয়? যখন তখন ঠেস মেরে কথা বলে? আবার উচ্চতা কম বলে বেঁটে বলে পরিহাস করে? এবারে এসব করার দিন শেষ। কড়া আইন এনে এই ধরনের ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করল আমেরিকার নিউইয়র্ক শহর। নিউইয়র্ক শহরের মেয়র এরিক অ্যাডাম অ্যাডামস শুক্রবার একটি নয়া বিলে স্বাক্ষর করেন। ওজন ও উচ্চতার ভিত্তিতে কোনওরকম বৈষম্যমূলক আচরণ করা যাবে না। এই ধরনের আচরণকে নিষিদ্ধ ঘোষণা করেই ওই বিলটি আনা হয়। 

আরও পড়ুন: ঋতুস্রাবের ৪ সেরা উপকরণ! হাজার কাজে ব্যস্ত হলেও পড়বেন না ঝামেলায়

আরও পড়ুন: ৯০০ কারিগর সংসদের জন্য কতগুলি কার্পেট বুনেছেন? ১০ লাখ ঘন্টার হিসেবে বড় চমক

কর্ম ক্ষেত্রে, আবাসন ব্যবস্থা এবং গণ বাসস্থানের সময় এই ধরনের ব্যবহারের উপর কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই চুক্তিটি স্বাক্ষরের সময় একটি বক্তৃতাও দেন এরিক। অনুষ্ঠানের ওই বক্তৃতায় অ্যাডামস বলেন, ‘আপনি যখন নিউইয়র্ক শহরে থেকে চাকরি খুঁজছেন, তখন আপনি কত লম্বা, বা আপনার ওজন কত, তা মোটেই বিবেচ্য নয়। কোনওরকম বাসস্থান বা একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নেওয়ার জন্য, আপনার সঙ্গে আলাদা রকম আচরণ করা হবে, এটা মোটেই উচিত নয়।’

তবে এই আইনে কিছু ব্যতিক্রমও আছে। কোনও কাজ ঠিকভাবে করতে সক্ষম হওয়ার জন্য যদি কর্মচারীর একটি নির্দিষ্ট উচ্চতা বা ওজন থাকা দরকার হয়, তবে এই আইনটি প্রযোজ্য হবে না। কোনও কাজের জন্য নির্দিষ্ট ওজন ও উচ্চতা অপরিহার্য হলে সেই ক্ষেত্রে আইন খাটবে না বলে জানান অ্যাডামস। তিনি আরও ঘোষণা করেন, আগামী ২২ নভেম্বর থেকে আইনটি ছয় মাসের মধ্যে কার্যকর হবে। ‘এটি সমস্ত নিউ ইয়র্কবাসীদের মধ্যে বৈষম্য মেটাতে সাহায্য করবে।’ তবে নিউইয়র্ক শহর ছাড়াও সান ফ্রান্সিসকো এবং ওয়াশিংটন ডিসি এবং মিশিগান রাজ্যসহ আরও ছয়টি শহরে একই নিষেধাজ্ঞা জারি রয়েছে। সিবিএস নিউজএর প্রতিবেদন অনুযায়ী, সেই শহরগুলিতে উচ্চতা এবং ওজনের বৈষম্যের উপর এই নিষেধাজ্ঞা রয়েছে। গবেষণা দেখা গিয়েছে যে আমেরিকায় শুধু বর্ণবৈষম্য নয়, ওজন ও উচ্চতার ভিত্তিতেও বৈষম্য বেশ প্রবল। বিশেষ করে একটি নির্দিষ্ট রঙের নারীরা এই সমস্যার সবচেয়ে বেশি শিকার। তাই এই বৈষম্য রুখতেই একধাপ এগিয়ে এল নিউইয়র্ক। 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup