অদল-বদল হল মেদিনীপুর ও রায়গঞ্জ রেঞ্জের ডিআইজির

বদলি হল মেদিনীপুর রেঞ্জের ডিআইজি প্রসূন বন্দ্যোপাধ্যায়ের। তার জায়গায় দায়িত্ব নিয়েছেন রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি অনুপ জয়সওয়াল। প্রসূন বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিয়েছেন রায়গঞ্জের। মঙ্গলবার নবান্ন থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে।

সূত্রের খবর ‘মিউচ্যুয়াল ট্রান্সফার’ -এর ভিত্তি রায়গঞ্জে যাচ্ছেন প্রসূন। তবে যে সময়ে তাঁর এই বদলি তাতে মনে করা মেদিনীপুর রেঞ্জের অন্তগর্ত পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ঘটে যাওয়া কিছু ঘটনার জেরে এই বদলি। যদিও নবান্ন সূত্রে একে রুটিন বদলি বলে দাবি করা হয়েছে।

মেদিনীপুর রেঞ্জের মধ্যেই চলতি মাসে এগরার বাজি কারখানায় বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণে ১১ জনের মৃত্যু হয়। এই ঘটনা নিয়ে পুলিশ-প্রশাসনের উপর উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তা ছাড়া পশ্চিম মেদিনীপুরের একাধিক জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন কুড়মিরা। দিন তিনেক আগেই একদল আন্দোলনকারী অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মন্ত্রী বিরবাহা হাঁসদার কনভয়ে হামলা চালায়। যে এলাকায় হামলা হয় তাও মেদিনীপুর রেঞ্জের মধ্যে পড়ে। ডিআইজির বদলি ‘মিউচ্যুয়াল ট্রান্সফার’ বলা হলেও মনে করা হচ্ছে সাম্প্রতিক ঘটনাবলীর জেরে এই সিদ্ধান্ত।

রায়গঞ্জ রেঞ্জের মধ্যে পড়ছে দুটি পুলিশ জেলা রায়গঞ্জ ও ইসলামপুর। এর আগে প্রসূন বন্দ্যোপাধ্যায় অনেক দিন দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার এবং পরে মালদহ রেঞ্জের ডিআইজি ছিলেন। ফলে ওই এলাকা তাঁর পূর্ব পরিচিত।