ডাহা নকল সৃষ্টিতে পটু কৃত্রিম বুদ্ধিমত্তা! আগামীর আশঙ্কায় মাইক্রোসফট কর্তা

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গভীর দুশ্চিন্তা প্রকাশ করলেন মাইক্রোসফটের উঁচু স্তরের কর্তা। সম্প্রতি মাইক্রোসফটের প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা আসলে ভিতরে ভিতরে একটি নকল। উপরে উপরে এই জিনিসটিকে যতই বাস্তবধর্মী দেখতে লাগুক না কেন, ভিতরে ভিতরে আসলে এর উপকরণগুলি নকল বা মিথ্যে। সম্প্রতি ওয়াশিংটনে একটি বক্তৃতায় এমনটাই বলেন তিনি। 

এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে কীভাবে সবচেয়ে দক্ষভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই নিয়ে আলোচনা জরুরি। ওপেনএআই-এর চ্যাটজিপিটি আসার সঙ্গে সঙ্গে বাজারে অনেকটাই বেড়ে গিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার বিভ্রান্ত করার প্রবণতা। দিন দিন এই সমস্যা বেড়েই চলেছে। এই বিষয়গুলিকে এবার সমাধান করার লক্ষ্যেই স্মিথ পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন। একটি ছবি বা ভিডিয়ো বাস্তবে তোলা হয়েছে নাকি কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি তা বোঝার জন্য নতুন পথ আবিষ্কার করার প্রস্তাব দেন তিনি। সম্ভাব্য খারাপ উদ্দেশ্যে তৈরি ওই ছবি বা ভিডিয়োগুলি শনাক্ত করা না গেলে ভবিষ্যতে বড় বিপদের মুখেও পড়তে হতে পারে বলে আশঙ্কা মাইক্রোসফট কর্তার।

আরও পড়ুন: ঋতুস্রাবের ৪ সেরা উপকরণ! হাজার কাজে ব্যস্ত হলেও পড়বেন না ঝামেলায়

আরও পড়ুন: ৯০০ কারিগর সংসদের জন্য কতগুলি কার্পেট বুনেছেন? ১০ লাখ ঘন্টার হিসেবে বড় চমক

এই দিন তাঁর কথায়, ‘ আমাদের দ্রুত কৃত্রিম বুদ্ধিমত্তার গভীর নকলের সঙ্গে জড়িত সমস্যাগুলির সমাধান করতে হবে। বেশিরভাগ বিদেশি সাইবার সংস্থাগুলির ক্রিয়াকলাপগুলি নিয়ে এই দিন উদ্বেগ প্রকাশ করেন তিনি। রাশিয়া, চিনের তরফে ইতিমধ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে যে ধরণের কার্যকলাপ শুরু হয়েছে, সে সম্পর্কে তিনি যথেষ্ট উদ্বিগ্ন। এগুলি নিয়ে এবার ভাবার সময় এসেছে বলে জানান ব্র্যাড। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্য নিয়ে সাধারণ মানুষদের প্রতারণা করা বা প্রতারণা করার অভিপ্রায় অনেকটাই বেড়ে গিয়েছে বর্তমান সমাজে। সেই নিয়েও তিনি সতর্ক করেন এই দিনের বক্তৃতায়। নিজেদের সুরক্ষার জন্য এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার। এছাড়াও এছাড়াও এই দিন কৃত্রিম বুদ্ধিমত্তার বেশ কয়েকটি ব্যবহারের উপরে লাইসেন্স প্রথা চালু করার কথা বলেন স্মিথ। তাঁর কথায় শরীরের সঙ্গে জড়িত বিভিন্ন ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করতে হলে লাইসেন্স জারি করা হোক। একইসঙ্গে সাইবার সংক্রান্ত নিরাপত্তা এবং জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করতে ওই ক্ষেত্রগুলিতে বিশেষ লাইসেন্সের নিয়ম শুরু হোক। নয়তো কৃত্রিম বুদ্ধিমত্তার যেমন ইচ্ছে ব্যবহার শুরু হবে বলেই আশঙ্কা করছেন মাইক্রোসফটের অধিকর্তা।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup