7th pay commission: ডিএ ৪ শতাংশ বৃদ্ধির বড় ঘোষণা রাজ্যসরকারী কর্মীদের জন্য, বড় পদক্ষেপে কর্ণাটকের সিদ্দারামাইয়া সরকার

সদ্য কংগ্রসের সরকার এসেছে কর্ণাটকে। সেখানে নির্বাচনী পর্বের পর সবেমাত্র গদিতে বসেছে সিদ্দারামাইয়ার নেতৃত্বাধীন কংগ্রেস সরকার। আর তারপরই কর্ণাটকের রাজ্যসরকারী কর্মীদের জন্য বড় ঘোষণা করল কর্ণাটক সরকার। জানানো হয়েছে, কর্ণাটকের রাজ্য সরকারী কর্মীদের ডিএ ৩১ শতাংশ থেকে বেড়ে ৩৫ শতাংশ করা হবে। 

উল্লেখ্য, সপ্তম পে কমিশনের আওতায় এই মহার্ঘভাতা বা ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে কর্ণাটকের রাজ্যসরকার। উল্লেখ্য, সদ্য ১০ মে কর্ণাটকের বিধানসভা নির্বাচনে দাপুটে জয় হাঁকিয়েছে কংগ্রেস। তারপরই ক্ষমতায় আসে সরকার। সেরাজ্যে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে ছিলেন ২ জন। একদিকে সিদ্দারামাইয়া অন্যদিকে ছিলেন ডিকে শিবকুমার। তবে শেষমেশ ডিকে শিবকুমার হয়েছেন উপমুখ্যমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর পদে সিদ্দারামাইয়া। আর সিদ্দারামাইয়া মুখ্যমন্ত্রীর চেয়ার বসতেই ডিএ বৃদ্ধি নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন। প্রসঙ্গত, বাংলায় এই মুহূর্তে রাজনৈতিক আলোড়ন ফেলে চলছে ডিএ আন্দোলন। তৃণমূল বিরোধী দলগুলি বকেয়া ডিএ বৃদ্ধি ঘিরে সরব হয়েছে। রাজ্যে বামেরা এই আন্দোলন নিয়ে অগ্রণী ভূমিকায় সোচ্চার হয়েছে। একাধিক সংগঠন পেন ডাউনের ডাক দিয়েছে। তারই মাঝে ৩ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরও বকেয়া ডিএর দাবিতে রাজ্যে চলছে জোরদার আন্দোলন।

( টার্গেটে মস্কো! ইউক্রেন-রুশ সংঘাতের মাঝে চলল ড্রোন হামলা)

উল্লেখ্য, কর্ণাটকেও বাংলার মতোই বকেয়া ডিএ বৃদ্ধির দাবিতে সোচ্চার হয়েছিলেন রাজ্যসরকারী কর্মীদের একাংশ।সপ্তম পে কমিশেনর বিধিতে ডিএ ও পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনর দাবিতে কর্ণাটকের রাজ্যসরকারী কর্মীরা সরব হন। এদিকে, সেরাজ্যে সদ্য যে ডিএ বেড়েছে তার জেরে সুখের মুখ দেখছেন সমস্ত স্থায়ী রাজ্যসরকারী কর্মীরা, ডেলা পঞ্চায়েত কর্মীরা, ও সরকারি অনুদান প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মী যাঁরা রেগুলার পে রোল-এ রয়েছেন, তাঁরাও। জানা গিয়েছে, ২০২৩ সালের জানুয়ারি মাসের ১ তারিখ থেকে হিসাব করে এই বর্ধিত ডিএ দেওয়া হবে কর্ণাটকের রাজ্যসরকারী কর্মীদের।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup