IPL 2023: ''গোটা গ্যালারি ধোনি ধোনি করছে….আমার চোখে জল''

<p style="text-align: justify;"><strong>আমদাবাদ:</strong> তাঁর জীবন কাহিনি নিয়ে নির্মিত ছবি ‘এম এস ধোনি দ্য আনটোল্ড স্টোরি’- তে একটি গান রয়েছে, ‘কৌন তুঝে ইউ প্য়ায়ার কারেগা। জ্যাসে ম্যাঁ ইউ করতা হুঁ’। গতকালের পর থেকে সোশ্য়াল মিডিয়া খুললে একটা বিষয় পরিষ্কার যে মহেন্দ্র সিংহ ধোনিকে কে কত বেশি ভালবাসেন, তার যুযুধান চলছে। ক্রিকেট খেলে পরিচিত পেয়েছিলেন। কিন্তু এখন আর এই মানুষটা শুধু একজন ক্রিকেটার নন। একজন প্রতিষ্ঠানে পরিণত হয়েছেন। যেই প্রতিষ্ঠানের সবাই ছাত্র হতে চান। সবাই মাহিমন্ত্রে দীক্ষিত হতে চান। <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl-2022" data-type="interlinkingkeywords">আইপিএল</a>ে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে পঞ্চমবার ট্রফি জিতে নিলেন। আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানিয়েছিলেন তিন বছর আগে আচমকাই। এবার কি হলুদ জার্সিতেও…?</p>
<p style="text-align: justify;">আবেগের সমুদ্রে কোনওদিনই ডুব দিতে দেখা যায়নি তাঁকে। কাল যখন গোটা ভারতবাসীর হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল, তখনও ডাগ আউটে ক্যামেরার লেন্স দেখাচ্ছে ভাবলেশহীন মুখেই বসে বছর একচল্লিশের ‘যুবক’। গত প্রায় দু দশকের ওপরে ঠিক যেভাবে নির্লিপ্ত থেকে একের পর মাইলস্টেন পেরিয়ে এসেছেন, একের পর এক ট্রফি জিতে এসেছেন। তবে দিনের শেষে তিনিও তো মানুষ। প্রতিদিন, প্রতি মুহূর্তে বুঝতে পারেন যে ব্যাট-বলের ২২ গজের সাম্রাজ্যে আর বেশিদিন তার থাকা হবে না। সময় ফুরিয়েছে, আজ না হয় কাল যেতেই হবে। তাই হয়ত চোখের জল আটকাতে পারেননি এবার। নিজেই জানালেন সে কথা। ধোনি বলছিলেন, ”আমি জানি যে আমার কেরিয়ারের শেষ পর্যায় চলছে। এখানে প্রথম ম্য়াচ যেদিন খেলতে এসেছিলাম এবার, সেদিন মাঠে নামার সঙ্গে সঙ্গে গোটা গ্যালারি ধোনি ধোনি বলে চিৎকার করছিল। আমার চোখ তখন ছলছল করছে। কিছুক্ষণের জন্য ডাগ আউটে চুপ করে দাঁড়িয়েছিলাম। নিজের মনকে বোঝাই যে, এই সময়টা আমাকে উপভোগ করতে হবে।”</p>
<p style="text-align: justify;">&nbsp;</p>