Mamata Banerjee: ‘কিছু জানি না, কাগজে দেখেছি,’ বাইরনের TMC-তে যোগদান নিয়ে মন্তব্য দলনেত্রী মমতার

বাইরনের তৃণমূলে যোগদান নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে জানালেন এ ব্যাপারে কিছুই তিনি কিছুই জানেন না। কাগজে দেখেছেন।

সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী হয়ে ২৩ হাজার ভোটে জেতেন বাইরন বিশ্বাস। সোমবার ঘাটালে ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে পাতাকা নিয়ে ফের তৃণমূলে ফেরেন বাইরন। নবান্নে সাংবাদিক বৈঠকে এ নিয়ে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘এটা স্থানীয় নেতৃত্বের বিষয়। তাঁরাই এ নিয়ে উত্তর দিতে পারবেন। এ ব্যাপারে আমি কিছু জানি না। কাগজে দেখেছি।’ এর পর ফের তাঁকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন,’আমি এ গুলো করি না। দলের পদ্ধতি অনুযায়ী এগুলো ব্লক লেভেলে হয়। ব্লক লেভেলে এ নিয়ে জিজ্ঞাসা করুন।’

এর পর মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হয় বাংলা বাম-কংগ্রেস যে জোট তৈরি করেছে, তা কি বাইরনের যোগ দানে মুখ থুবড়ে পড়ল? এর উত্তরে তিনি বলেন, ‘বাম-রাম-শ্যাম কখনও নিজেদের অকাজ, কুকাজ করার জন্য বিরত থাকে? ওদের এক থাকতে দিন, ওরা চিরকাল এক থাকবে। ওরা একই মালার তিনটে ফুল।’ তিনি আবার বলেন,’ফুল তো নয়, বাবলা গাছের কাঁটা, কুল গাছের কাঁটা। ওরা ভাল চিন্তা করে না। তাই ওদের নিয়ে চিন্তা করার সময় আমাদের নেই।’ (পড়ুন। অবশেষে ডিএ আন্দোলকারীদের একাংশের সঙ্গে বসছেন মুখ্যমন্ত্রী, বুধে নবান্নে বৈঠক)

বাইরনের তৃণমূলে যোগ দেওয়ার পর প্রশ্ন ওঠে,  বিজেপি বিরোধী জোট কি ধাক্কা খাবে? সেই প্রশ্ন মুখ্যমন্ত্রীকে করা হলে তিনি বলেন,’আমি মনে করি জাতীয় স্তরে আমরা সবাই এক। কিন্তু রাজ্য স্তরে প্রতিটি দলের কিছু বাধ্যবাধকতা থাকে, সেটা সবাইকে বুঝতে হবে। আমরা তো শুধু মেঘালয় আর গোয়া বিধানসভায় লড়েছি। কিন্তু কংগ্রেস হিমাচল প্রদেশ, ছত্তীসগঢ়, গুজরাতে লড়েছে, আমরা তো কোনও অসুবিধা সৃষ্টি করিনি। আমরা সাহায্য করেছি।’ (পড়ুন। অবশেষে ডিএ আন্দোলকারীদের একাংশের সঙ্গে বসছেন মুখ্যমন্ত্রী, বুধে নবান্নে বৈঠক)