Narendra Modi on 9th Anniversary of Govt: ‘মন কৃতজ্ঞতায় ভরে গিয়েছে’, সরকারের ৯ বছর পূর্তি উপলক্ষে বিনয়ী বার্তা মোদীর

বিরোধীরা অভিযোগ করে, বর্তমান মোদী সরকার ঔদ্ধত্যপূর্ণ মনোভাব নিয়ে কাজ করে। নরেন্দ্র মোদীকে এনায়কের সঙ্গে তুলনা করেন কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলের নেতারা। তবে সেই মোদীর নেতৃত্বাধীন সরকারের ৯ বছর পূর্তি উপলক্ষে বিনয়ের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী মোদী লেখেন, ‘আমরা আজ জাতির সেবায় ৯ বছর পূর্ণ করেছি। আমার মন বিনয় ও কৃতজ্ঞতায় ভরে গিয়েছে। এই সরকারের প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি পদক্ষেপ, মানুষের জীবনকে আরও উন্নত করার জন্য নেওয়া হয়েছে। উন্নত ভারত গড়তে আমরা আরও কঠোর পরিশ্রম করে যাব।’

উল্লেখ্য, ২০১৪ সালে প্রথমবার লোকসভায় পা রেখেছিলেন মোদী। এরপর থেকে দেশের রাজনৈতিক মানচিত্রে আমূল পরিবর্তন এসেছে। বহু নির্বাচনে হারলেও মোটের ওপর বিজেপি একটি অপরাজেয় শক্তি হিসেবে এগিয়ে চলেছে। ‘ব্র্যান্ড মোদী’কে কাজে লাগিয়েই বিজেপি একের পর এক নির্বাচনে জয় পেয়েছে। সম্প্রতি কর্ণাটকে হারলেও সমীক্ষায় দেখা গিয়েছে, মোদীর জনপ্রিতা এতটুকু কমেনি। এই পরিস্থিতিতে ২০২৪ সালের লোকসভা ভোটেও মোদী ম্যাজিকের অপেক্ষায় বিজেপি। এই আবহে সরকারের বর্ষপূর্তির সঙ্গেই শুরু হয়ে গিয়েছে পরবর্তী নির্বাচনের অঙ্ক কষার পালা। এই আবহে কয়েকদিন আগেই সরকারের শীর্ষস্থানীয় মন্ত্রীরা উচ্চ পর্যায়ের এক বৈঠক করেছিলেন। সরকারের জনমুখী প্রকল্প সকল সুবিধাভোগীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্ট আমলা ও প্রশাসনে নির্দেশ দেওয়া হয়।

এদিকে দলীয় ভাবেও সরকারের বর্ষপূর্তি পালন এবং আগামী নির্বাচনের প্রস্তুতির ছক কষতে শুরু করেছে বিজেপি। জানা গিয়েছে, আজ থেকে মাসব্যাপী একটি কর্মসূচি পালন করবে গেরুয়া শিবির। জনসংযোগ বৃদ্ধির ওপর জোর দেওয়া হবে। আজকে ভোটমুখী রাজস্থানের আজমেরে ভাষণ দেওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। নিজের সরকারের আমলে নেওয়া বিভিন্ন জনমুখী প্রকল্পের সুযোগ সুবিধার বিষয়ে জনগণকে অবগত করে তাদের মন জয় করতে চাইছেন মোদী। উল্লেখ্য, নিম্নবিত্ত এবং মধ্যবিত্তের জন্যে দেশে বিগত বছরগুলিতে পিএম কিষাণ, গরিব কল্যাণ, আয়ুষ্মান ভারতের মতো একাধিক প্রকল্পই চালু করেছে সরকার। জবসংযোগের মাধ্যমে সেই সব প্রকল্পের কথা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়াই লক্ষ্য বিজেপির।