New Parliament: ‘সংসদ ভবন উদ্বোধনে একটি ধর্মকেই প্রাধান্য দিলেন মোদী,’ কটাক্ষ ওয়াইসির, দেখুন Video

নতুন সংসদ ভবনের উদ্বোধন করা হয়েছে রবিবার। গোটা বিশ্ব দেখেছে সেই ছবি। এবার সংসদ ভবন উদ্বোধনের ক্ষেত্রে একটি বিশেষ ধর্মকে প্রাধান্য দেওয়া হয়েছে বলে মন্তব্য করলেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি।

তাঁর মতে, প্রধানমন্ত্রী শুধু একটি ধর্মকে প্রাধান্য দিচ্ছেন। নতুন পার্লামেন্টের উদ্বোধন নিয়ে এবার তীব্র কটাক্ষ AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়াইসির। তাঁর কথায়, নরেন্দ্র মোদী শুধু হিন্দুদের প্রধানমন্ত্রী নন। তিনি মুসলিমদেরও প্রধানমন্ত্রী। তাঁর সংযোজন, হিন্দু পুরোহিতদের সঙ্গে প্রধানমন্ত্রী ছবি আমরা সবাই দেখলাম।

 

মিম প্রধান একটি বক্তব্যের অংশ টুইট করেছেন। সেখানে তিনি বলছেন, মিস্টার মোদী আপনি হিন্দুদেরও প্রধানমন্ত্রী, মুসলিমদেরও প্রধানমন্ত্রী, শিখেদেরও, আদিবাসীদেরও আপনি প্রধানমন্ত্রী। আজ আমরা দেখলাম ভারতের নতুন সংসদ ভবনের উদ্বোধন হল। আমাদের প্রধানমন্ত্রীর একটি ছবি দেখলাম।….টিভিতে দেখলাম। লোকসভার ভেতরে প্রধানমন্ত্রী যাচ্ছেন। আর তাঁর পেছনে আমাদের হিন্দু ভাইদের পূজারি মন্ত্র পড়তে পড়তে যাচ্ছেন। প্রধানমন্ত্রী এটা দেখে অবাক হয়ে গেলাম আপনার মনে কেন এটা এল না যে হিন্দু পুজারিদের নিয়ে লোকসভায় গেলাম কিন্তু ইশাহি, পাদ্রি, শিখেদের প্রতিনিধিদেরও থাকা দরকার ছিল। মুসলমানের মৌলানাও থাকা দরকার ছিল। এটাই তো ভারতের সবথেকে ভালো দিক। ভারতের কোনও ধর্ম নেই। ভারত সব ধর্মকে মানে। যারা কোনও ধর্ম মানেন না তাদেরও মানে ভারত।

ওয়াইসি বলেন, খুব আফশোস হচ্ছে আপনাকে দেখে আপনি শুধু একটাই ধর্মের প্রতিনিধিকে নিয়ে লোকসভায় গেলেন। …পার্লামেন্ট হওয়া দরকার। কিন্তু এটা কী হল? এটাই কি সংসদের ধর্মনিরপেক্ষতা। এটাই কি সত্যমেব জয়তে? এই দিনটা দেখার জন্যই কি আমাদের পূর্বপুরুষরা তাঁদের আত্মবলিদান দিয়েছিলেন? এই জন্যই কি তাঁরা কালাপানির সাজা খেটেছিলেন? এই জন্যই কি জালিয়ানওয়ালাবাগে তাঁরা বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন? …আপনারাই বলুন মিস্টার মোদী আপনি ১০৩ কোটির প্রধানমন্ত্রী। আমি প্রাইম মিনিস্টার মোদীর কথা বলছি। যতদিন আল্লাহ আমাকে জীবিত রাখবেন ততদিন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানেই থাকব। বক্তব্য রেখেছেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি।