Workers dead in Dhanbad: পোল বসাতে গিয়ে ৬ শ্রমিকের মৃত্যুতে উচ্চ পর্যায়ের তদন্ত করবে রেল

সোমবার মর্মান্তিক ঘটনা ঘটেছে ঝাড়খণ্ডের ধানবাদ রেল ডিভিশনে। পোল বসাতে গিয়ে হাইভোল্টেজ তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৬ শ্রমিকের। এছাড়া, ঝলসে গিয়েছে আরও কয়েকজন। এই ঘটনায় ঠিকাদারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। পোল বসানোর জন্য নির্দিষ্ট নিয়ম মানা হয়নি বলে অভিযোগ। ডিভিশনের ডিআরএম কমল কিশোর সিনহা এই অভিযোগ মেনে নিয়েছেন। এই ঘটনায় তদন্ত করার পরে দোষীদের শাস্তির ব্যবস্থা করা হবে বলে ডিআরএম জানিয়েছেন।

সোমবার ঘটনাটি ঘটেছিল ধানবাদ ডিভিশনের গোমোর কাছে নিচিতপুর স্টেশনের কাছে হাওড়া-নয়াদিল্লি রেল রুটে। ২৫ হাজার ভোল্টের ওভারহেডের তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ৬ জনের মৃত্যু হয়। রেল সূত্রে জানা গিয়েছে, ধানবাদ ডিভিশনের প্রধানখণ্ডা থেকে বান্ধুয়া পর্যন্ত প্রায় ২০০ কিলোমিটার রেলপথে ট্রেনের গতি ঘণ্টায় ১২০ থেকে ১৬০ কিলোমিটার বাড়ানোর জন্য কাজ চলছিল। এর জন্য নিশ্চিতপুর হল্টের রেলগেটে বিদ্যুতের খুঁটি বসানো হচ্ছিল। সেই সময় বিদ্যুতের খুঁটি হেলে পড়লে তা সামাল দেওয়ার চেষ্টা করেন শ্রমিকরা। সেই সময় বিদ্যুতের খুঁটি হাই টেনশন বিদ্যুতের তার ছুঁয়ে ফেলে। তাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৬জনের মৃত্যু হয়। এদিকে, ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন ঠিকাদার। রেলের ডিআরএম জানান, ঠিকাদার নিয়ম মেনে কাজ করেননি সাধারণত এক্ষেত্রে পাওয়ার ব্লক করে কাজ করতে হয়। তিনি জানান, এই ধরনের পোল বসাতে গেলে আগে মাপ নিয়ে গর্ত করতে হয়। তারপরে পাওয়ার ব্লক করে ঢালাই দিয়ে সেখানে পোল বসাতে হয়। কিন্তু এ ক্ষেত্রে সেই সমস্ত নিয়ম মানা হয়নি। নিয়ম মারলে দুর্ঘটনা এড়ানো যেতে বলে তিনি জানান। শুধু তাই নয়, ছোট পোলের জায়গায় এক্ষেত্রে বড় পোল ব্যবহার করেছেন ঠিকাদার। এই ঘটনায় উচ্চ পর্যায়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

যে ৬ জন শ্রমিকের মৃত্যু হয়েছে তার মধ্যে লাতেহারের সঞ্জয় ভুঁইয়া, প্রয়াগরাজের সুরেশ মিস্ত্রি, পলামুর গোবিন্দ সিংহ এবং নামদেব সিংহকে শনাক্ত করা হয়েছে। বাকিদের শনাক্ত করা হচ্ছে জানা গিয়েছে এই কাজের জন্য ২২ জন শ্রমিককে আনা হয়েছিল।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup