Wrestler Protest: বুক ভাঙা দৃশ্য হরিদ্বারে! গঙ্গায় পদক বিসর্জনের আগে অঝোরে কাঁদছেন কুস্তিগীররা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এই অপমান, এই অবিচার, এই যন্ত্রণা আর কিছুতেই সহ্য করতে পারছেন না আন্দোলনরত কুস্তিগীররা। বাধ্য হয়েই হরিদ্বারের গঙ্গায় পদক বিসর্জনের সিদ্ধান্ত নিয়েছে ভিনেশ ফোগাট, সাক্ষী মালিক ও বজরং পুনিয়ারা। যৌন হেনস্থায় অভিযুক্ত সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের (Brij Bhushan Sharan Singh) গ্রেফতারের দাবিতে কুস্তিগীররা, গত ২৩ এপ্রিল থেকে যন্তর মন্তরে লাগাতার ধর্না আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সোমবার ভিনেশ-সাক্ষীরা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। নিজেদের প্রাণ ও আত্মার সমান পদকগুলিই জলে ভাসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। গঙ্গার হর কি পৌড়ি ঘাটে যাওয়ার পথে সাক্ষীরা চোখের জলে ভেসে যাচ্ছেন। সেই বুক ভাঙা ভিডিয়ো ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়ায় আগুনের বেগে ছড়িয়ে পড়ছে 

আরও পড়ুনWrestler Protest: ক্ষোভের আগুনে জ্বলছে দেশ, মঙ্গলে গঙ্গায় পদক বিসর্জন কুস্তিগীরদের

গত রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন সংসদ ভবনের উদ্বোধন করেছিলেন। এদিন সকালেই সংসদ ভবনের বাইরের যে ছবি ও ভিডিয়ো ভাইরাল হয়েছিল, তা দেখে শিউরে উঠেছিলেন অনেকেই। ব্রিজভূষণের গ্রেফতারের দাবিতে কুস্তিগিররা, যন্তরমন্তর থেকে নতুন সংসদ ভবনের দিকে মিছিল করে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু দিল্লি পুলিস তাঁদের আটক করে। মারধর করে, ব্যারিকেড দিয়ে পথ রুখে দেয়। বিভিন্ন রাজ্যের খাপ পঞ্চায়েত, কৃষক ও আন্দোলনকারী কুস্তিগিরদের সমর্থনে ‘মহিলা সম্মান মহাপঞ্চায়েত’-এর ডাক দেওয়া হয়েছিল। এই দৃশ্য দেখে সুনীল ছেত্রী ও নীরজ চোপড়ার মতো দেশের তারকা অ্যাথলিটরা গর্জে উঠেছিলেন।

কয়েকদিন আগে ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি নিজের সোশ্যাল সাইটে একটি পোস্ট করেছিলেন। সেই পোস্টে তিনি লিখেছিলেন, ‘আমি নারকো টেস্ট, পলিগ্রাফ টেস্ট বা লাই ডিটেক্টর করাতে রাজি আছি। তবে আমার একটি শর্ত আছে। এই পরীক্ষাগুলো করতে বসতে হবে ভিনেশ ফোগাট এবং বজরং পুনিয়াকেও। যদি এই দুই কুস্তিগীর পরীক্ষা করাতে রাজি থাকেন, তবে সংবাদমাধ্যমকে ডাকুন ও ঘোষণা করুন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, পরীক্ষা করানোর জন্য আমি প্রস্তুত রয়েছি।’ কুস্তিগিরদের আন্দোলন প্রতিদিনই আরও জোরাল হচ্ছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)