প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের মূর্তি বসাচ্ছে একডালিয়া এভারগ্রিন, জন্মদিনে উদ্বোধন

মন্ত্রী তথা প্রাক্তন মেয়র সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর পর কলকাতা পুরসভার পক্ষ থেকে তাঁর একটি মূর্তি বসানো হয়েছিল গড়িয়াহাট এলাকার চিলড্রেন পার্কে। একডালিয়ার পুজো উদ্বোধনে এসে মূর্তিটিকে দেখে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরসভার উদ্যোগে সেই মূর্তি সরানোর হচ্ছে। কিন্তু এবার একডালিয়া এভাগ্রিন ক্লাব বসানো হচ্ছে ক্লাবের প্রাণ পুরুষ সুব্রত মুখোাপাধ্যায়ের মূর্তি।

আগামী ১৪ জুন সুব্রত মুখোপাধ্যায়ের জন্মদিন। ওই দিনই একডালিয়া এভারগ্রিনে বসানো হবে তাঁর মূর্তি। ওই মূর্তিটি উদ্বোধন করবেন প্রায়ত রাজনীতিকের স্ত্রী ছন্দবাণী মুখোপাধ্যায়। অনুষ্ঠানে আমন্ত্রিতের তালিকায় রয়েছেন, সুব্রত মুখোপাধ্যায়ের দীর্ঘ দিনের রাজনীতি জীবনের বন্ধু শোভনদেব চট্টোপাধ্যায়, দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়, স্থানীয় বিধায়ক বাবুল সুপ্রিয় এবং রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমার।

২০২১ সালে ৪ নভেম্বর কালীপুজোর রাতে এসএসকেএমে প্রায়ত হন সুব্রত মুখোপাধ্যায়। সেই সময় তিনি রাজ্যের পঞ্চায়েত ও গ্রমোন্নন দফতরের মন্ত্রী ছিলেন। কিছুদিন আগেও তৃণমূলের নবজোয়ারের একটি সভায় সুব্রত মুখোপাধ্যায়ের একটি বক্তব্য উল্লেখ করে সিপিএমের সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

(পড়তে পারেন। রবিবার শিয়ালদা শাখায় বাড়তি লোকাল চলবে, কেন এমন সিদ্ধান্ত নিল রেল?)

ক্লাব সূত্রে খবর, প্রয়াত রাজনীতিকের পাথরের ওই মূর্তিটি তৈরি করেছেন শিল্পী সঞ্জীব সরকার। ওই দিনই ক্লাবের দুর্গাপুজোর খুঁটি পুজো হবে। শুধু এই বছর নয় এবার থেকে প্রতিবছর সুব্রত মুখোপাধ্যায়ের জন্মদিনে দুর্গাপুজোর খুঁটি পুজো হবে। এক ক্লাব কর্তৃপক্ষের কথায়’ ‘৫০ বছরের বেশি সময় ধরে সুব্রতদা আমাদের সভাপতি ছিলেন। তাঁকে সম্মান জানাতেই আমাদের এই সিদ্ধান্ত।’ যত ব্যস্ততাই থাক প্রতিবছর দুর্গাপুজোর সময় ক্লাবে হাজির থাকতেন প্রয়াত প্রবীণ রাজনীতিবিদ।