DELED: ডিএলএডে ভর্তিতে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট

রাজ্যে ডিএলএডে ভর্তিতে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। সোমবার কলকাতা হাইকোর্টের অবকাশকালীন ৯ জুন পর্যন্ত ভর্তি প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিয়েছে। এর ফলে রাজ্যে ৬০০ ডিএলএড প্রশিক্ষণ কেন্দ্রে প্রায় ৩০০০০ হাজার ছাত্রছাত্রীর ভর্তি আটকে গেল। পর্যদের রাতারাতি ভর্তিপ্রক্রিয়া শেষ করার নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ছাত্রছাত্রীদের একাংশ।

গত ৩০ জুন প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ৩ জুনের মধ্যে ডিএলএডে ভর্তি প্রক্রিয়া শেষ করতে বলা হয়। সঙ্গে ছাত্রপিছু ২০০০ টাকা করে ভর্তি ফি সংগ্রহের নির্দেশ দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। মামলাকারীদের দাবি, ডিএলএডে ভর্তি প্রক্রিয়া শেষ করতে কেন এত তাড়া প্রাথমিক শিক্ষা সংসদের। তাছাড়া ক্লাসই যেখানে হয়নি সেখানে কেন ২০০০ টাকা করে দেবেন ছাত্ররা।

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে মামলাটির শুনানিতে বিচারপতি ডিএলএডে ভর্তি প্রক্রিয়ায় ৯ জুন পর্যন্ত স্থগিতাদেশ দেন। আদালতের স্বাভাবিক কাজকর্ম শুরু হলে ৬ জুন মামলাটি ফের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে উঠবে।

বলে রাখি, এর আগে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ডিএলএডে ভর্তিতে একাধিক বেনিয়ম খুঁজে পান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর পর সমস্ত ডিএলএড কলেজকে সবিস্তারে ছাত্রতালিকা আদালতে জমা দিতে নির্দেশ দেন তিনি।