Vande Bharat Express: জুনেই সব রাজ্যে পৌঁছাবে বন্দে ভারত এক্সপ্রেস! এবার এই রুটে চলবে স্বপ্নের ট্রেন

চলতি মাসের মধ্যেই দেশের সব রাজ্যে পৌঁছে যাবে বন্দে ভারত এক্সপ্রেস। এমনই আশাপ্রকাশ করল ভারতীয় রেল। বৃহস্পতিবার রেলের তরফে জানানো হয়েছে, আপাতত দেশের ২২ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে বন্দে ভারত এক্সপ্রেস ছুটছে। শীঘ্রই মুম্বই-গোয়া রুটে একটি বন্দে ভারত এক্সপ্রেস চালু হতে চলেছে। একটি ট্রেনের ট্রায়াল রান চলছে বলেও রেলের তরফে জানানো হয়েছে। শুধু তাই নয়, রেলের তরফে জানানো হয়েছে যে এখনও পর্যন্ত যত পথ অতিক্রম করেছে বন্দে ভারত, তাতে পৃথিবীর ৯৫.৬৪ পাক ‘চক্কর’ দিয়ে ফেলত।

পৃথিবীর ৯৫.৬৪ পাক ‘চক্কর’ বন্দে ভারত এক্সপ্রেসের

আপাতত মোট ১৮ টি রুটে বন্দে ভারত এক্সপ্রেস চলছে। রেলের তরফে জানানো হয়েছে, আপাতত দেশের ২২ রাজ্য এবং ১০০-র বেশি জেলায় বন্দে ভারত ছুটছে। ৯৯ টি পৃথক স্টপেজে দাঁড়ায়। ২১ মে পর্যন্ত দেশে মোট ৩৮,৪৩,৯৩৪.১২ কিলোমিটার পথ অতিক্রম করেছে দেশের প্রথম সেমি হাইস্পিড ট্রেন। অর্থাৎ পৃথিবীর চারপাশে ঘুরলে এতদিন ৯৫.৬৪ বার ‘চক্কর’ দিয়ে ফেলত বন্দে ভারত। যা বাণিজ্যিক পরিষেবার সময় ঘণ্টায় সর্বোচ্চ ১৬০ কিমি বেগে ছুটতে পারে।

আরও পড়ুন: Vande Bharat Express: বন্দে ভারত তৈরির বরাত পেল এই রাষ্ট্রায়ত্ত সংস্থা, শেয়ার কিনে রাখবেন নাকি?

দেশের কোন কোন রাজ্যে এবং কোন রুটে বন্দে ভারত এক্সপ্রেস চলছে?

১) নয়াদিল্লি-বারাণসী: দিল্লি এবং উত্তরপ্রদেশ।

২) নয়াদিল্লি-শ্রী মাতা বৈষ্ণদেবী কাটরা: দিল্লি, হরিয়ানা, পঞ্জাব এবং জম্মু-কাশ্মীর)।

৩) গান্ধীনগর-মুম্বই: গুজরাট এবং মহারাষ্ট্র।

৪) অম্ব অন্দৌরা-নয়াদিল্লি: হিমাচল প্রদেশ, চণ্ডীগড়, হরিয়ানা এবং দিল্লি।

৫) চেন্নাই-মাইসুরু: তামিলনাড়ু এবং কর্ণাটক।

৬) নাগপুর-বিলাসপুর: মহারাষ্ট্র এবং ছত্তিশগড়।

৭) হাওড়া-নিউ জলপাইগুড়ি: পশ্চিমবঙ্গ।

৮) বিশাখাপত্তনম-সেকেন্দ্রাবাদ: অন্ধ্রপ্রদেশ এবং তেলাঙ্গানা।

৯) মুম্বই-সোলাপুর: মহারাষ্ট্র।

১০) মুম্বই-শিরডি: মহারাষ্ট্র।

১১) রানি কমলাপতি স্টেশন-হজরত নিজামুদ্দিন: মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং দিল্লি।

১২) সেকেন্দ্রাবাদ-তিরুপতি: তেলাঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ।

১৩) চেন্নাই-কোয়েম্বাত্তুর: তামিলনাড়ু।

১৪) আজমেঢ়-দিল্লি ক্যান্টনমেন্ট: রাজস্থান, হরিয়ানা এবং দিল্লি।

১৫) তিরুবনন্তপুরম-কাসাগড়: কেরল।

১৬) পুরী-হাওড়া: ওড়িশা এবং পশ্চিমবঙ্গ।

১৭) আনন্দ বিহার টার্মিনাল-দেরাদুন: দিল্লি, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড)।

১৮) গুয়াহাটি-নিউ জলপাইগুড়ি: অসম এবং পশ্চিমবঙ্গ।

১৯) গোয়া (মাডগাঁও)-ছত্রপতি শিবাজি মহারাজা টার্মিনাস মুম্বই: গোয়া এবং মহারাষ্ট্র।

গত ২ মাসে সব বন্দে ভারতই থেকেছে প্রায় ১০০ শতাংশ ভরতি 

রেলের তরফে দাবি করা হয়েছে, ১ এপ্রিল থেকে ৩০ মে’র মধ্যে দেশের সব বন্দে ভারত প্রায় ১০০ শতাংশ যাত্রী নিয়ে চলেছে। অর্থাৎ প্রায় সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে।

আরও পড়ুন: Vande Bharat Express vs Rajdhani Express: ‘দ্রুততম’ ট্রেনের থেকে ১ ঘণ্টা ৫ মিনিট কম! ঝড় তুলবে বাংলার নয়া বন্দে ভারত

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)