সুন্দরবনে ধরা পড়ল আন্তর্জাতিক পাখির দেহাংশ পাচার চক্রের পান্ডা

সুন্দরবনে আন্তর্জাতিক পাখি শিকার চক্রের এক পান্ডাকে গ্রেফতার করল বনদফতরের নামখানা রেঞ্জ। সালাউদ্দিন মির নামে ওই যুবকের বিরুদ্ধে পাখি মেরে তার দেহাংশ বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। শুক্রবার তল্লাশিতে তার কাছ থেকে কয়েক হাজার পাখির দেহাংশ উদ্ধার হয়েছে। এমনটাই জানিয়েছেন নামখানা রেঞ্জের বনাধিকারিক মিলন মণ্ডল।

বন দফতর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দক্ষিণ ২৪ পরগনায় ঢোলা থানা এলাকায় একটি ঠিকানায় তল্লাশি চালান তাঁরা। সেখানে কয়েক হাজার পাখির দেহাংশ উদ্ধার হয়। তার মধ্যে যেমন ছিল মাছরাঙার মতো পরিচিত পাখি, তেমনই ছিল বিলুপ্তপ্রায় পাখির দেহাংশ। পাখির দেহাংশ পাচারের অভিযোগে সালাউদ্দিন মিন রানে ৩২ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করেন বনআধিকারিকরা। জেরায় ধৃত স্বীকার করেছে, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপের বিভিন্ন দেশ ও জাপানে পাখির দেহাংশ পাচার করত সে। ধৃতকে জেল হেফাজতে পাঠিয়েছে আদালত।

সুন্দরবনে চোরাশিকারীদের উৎপাতের কথা তেমন একটা শোনা যায় না। তবে শুক্রবার যে পরিমাণে পাখির দেহাংশ উদ্ধার হয়েছে তাতে উদ্বিগ্ন পক্ষীবিশারদদের একাংশ। উদ্বিগ্ন বনকর্তারাও। কী ভাবে এই চক্র কাজ করে তা জানতে ধৃতকে জেরা করার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।