Chhatrapati Shivaji: ‘দাসত্বের মানসিকতার অবসান ঘটিয়েছিলেন শিবাজি,’ দেখুন প্রধানমন্ত্রীর ভিডিয়ো বার্তা

ছত্রপতি শিবাজি মহারাজের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিবাজিকে সাহসিকতার প্রতীক হিসাবে উল্লেখ করেন মোদী। শিবাজির রাজ্য অভিষেকের ৩৫০ তম পূর্তিতে ভারতের প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানান।

এনিয়ে ভিডিয়ো বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন, ছত্রপতি শিবাজির আদর্শ সকলের কাছেই অনুপ্রেরণাদায়ক। তিনি জানিয়েছেন, সপ্তদশ শতকেই তিনি গোলামি মানসিকতার অবসান ঘটিয়েছিলেন। তিনি দেখিয়ে দিয়েছিলেন স্বরাজ সম্ভব।

প্রধানমন্ত্রী জানিয়েছেন, শতবর্ষব্যপী এই দাসত্ব আমাদের আত্মমর্যাদা, দেশবাসীর আত্মবিশ্বাসকে নষ্ট করে দিয়েছিল। সেই সময় মানুষের মধ্য়ে আস্থা ফিরিয়ে আনাটা ছিল অত্যন্ত কষ্টসাধ্য। কিন্তু ছত্রপতি শিবাজি মহারাজ সেই সময় শুধু লড়াই চালিয়েছিলেন সেটাই নয়, তিনি দেখিয়ে দিয়েছিলেন, স্বরাজ সম্ভব।

 

মোদী জানিয়েছেন, শিবাজির আমলে জাতীয় কল্যাণ ও মানুষের কল্যাণ এটা ছিল একেবারে প্রাথমিক ভিত্তি। তিনি জানিয়েছেন, ছত্রপতি শিবাজি মহারাজ চিরদিন আমাদের অনুপ্রেরণা দিয়েছেন। তিনি সাহসিকতার প্রতীক। তিনি স্বরাজের পথে দেখিয়েছিলেন। দাসত্বের মানসিকতার অবসান ঘটিয়েছিলেন তিনি। তিনি শুধু মহান সেনানী ছিলেন না, তিনি ছিলেন মহান প্রশাসক।

ছত্রপতি শিবাজি মহারাজের ৩৫০তম রাজ্য অভিষেককে একেবারে উৎসবের আবহে পালন করা হচ্ছে মহারাষ্ট্রে।

প্রধানমন্ত্রী জানিয়েছেন, ছত্রপতি শিবাজি মহারাজের রাজ্য অভিষেকের সময় স্বরাজের স্লোগান উঠেছিল। জাতীয়তাবাদের স্লোগান উঠেছিল। মোদী বলেন, এক ভারত, শ্রেষ্ঠ ভারত এই ভাবনার মধ্যে ছত্রপতি শিবাজি মহারাজের ভাবনার প্রতিফলন দেখা যায়।

প্রধানমন্ত্রী বলেন, বহু বছর বাদেও তিনি যে মূল্যবোধের বিষয়গুলিকে দেখিয়ে গিয়েছেন তা আমাদের সামনের দিকে এগিয়ে চলতে সাহস দেয়। আর সেই মূল্যবোধের উপর নির্ভর করেই আমাদের ২৫ বছরের অমৃতকালকে পূরণ করতে হবে। ছত্রপতি শিবাজি মহারাজ যে স্বপ্ন দেখিয়েছিলেন তা পূরণ করার দিকে আমাদের এগিয়ে যেতে হবে।স্বরাজ, সুশাসন আর আত্মনির্ভরতা। এটাই উন্নত ভারতের যাত্রাপথ।