Coromandel Express Accident: ‘মর্মাহত’ টুইট মোদীর, করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় শোক প্রকাশ প্রধানমন্ত্রীর

ওড়িশার বালাসোরে এক মালগাড়ির সঙ্গে ধাক্কায় দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস। দুর্ঘটনায় প্রাথমিকভাবে ৫০ এরও বেশি মৃতের সংখ্যা উঠে আসে। এদিকে, ১৭০ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনার পরই চারিদিকে স্বজনহারার কান্না, মৃত্যু মিছিল, বগির ভিতরের রক্তাক্ত ছবি উঠে এসেছে। এই ভয়াবহ দুর্ঘটনায় শোকবার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

প্রধানমন্ত্রী এদিন টুইট করে লিখেছেন,’ওড়িশার ট্রেন দুর্ঘটনায় মর্মাহত। এই দুঃখের সময়ে আমার সমবেদনা রয়েছে শোকাহত পরিবারের সঙ্গে। আহতরা তাড়াতাড়ি সেরে উঠুন। কথা বলেছি কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণোর সঙ্গে। তাঁর থেকে পরিস্থিতি সম্পর্কে জেনেছি। দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার কাজ শুরু হয়েছে। যাঁরা প্রভাবিত তাঁদের সমস্ত রকমের সাহায্য করা হবে।’

এদিকে, ঘটনার পরই টুইট এসেছে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণোর তরফে। তিনি লেখেন , ‘ওড়িশার রেল দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ১০ লাখ, গুরুতর আহতদের পরিবারকে ২ লাখ ও অল্প আঘাতগ্রস্তদের পরিবারকে ৫০ হাজার টাকার ক্ষতিপূরণ দেওয়া হবে।’

এদিকে, ওড়িশার বালাসোরে এই ভয়াবহ ঘটনা ঘিরে টুইট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। তিনি লিখছেন, ‘ ওড়িশার বালাসোরে ট্রেন দুর্ঘটনা গভীর বেদনাদায়ক। এনডিআরএফ দল ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলে পৌঁছেছে, এবং অন্যান্য দলগুলিও উদ্ধার অভিযানে যোগ দিতে ছুটছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

 

 

(বিস্তারিত আসছে।)