Khap Panchayat: কুস্তিগীরদের পাশে দাঁড়াতে গিয়ে কৃষকদের নিজেদের মধ্যেই ঝগড়া, দেখুন সেই Video

মঞ্জিরী চিত্রে

কুস্তিগীরদের আন্দোলনের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন উত্তরপ্রদেশের খাপ পঞ্চায়েতের অন্তত ৫০জন প্রতিনিধি। সেই মতো তাঁরা মুজফ্ফরনগরে চলেও আসেন। কিন্তু সেখানেই তাদের মধ্যে বচসা শুরু হয়ে যায়। তাঁদের মধ্যেই তুমুল ঝামেলা বাঁধে বলে খবর। সংবাদ সংস্থা এএনআই একটি ভিডিয়ো ইতিমধ্যেই সামনে এনেছে। সেখানেই ধরা পড়েছে সেই ঝগড়ার ছবি। কিন্তু কেন তাদের নিজেদের মধ্য়ে ঝামেলা হয়েছে তা এখনও পরিষ্কার নয়।

এদিকে রেস্টলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রাক্তন প্রধান ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তিনি একাধিক মহিলা কুস্তিগীরকে যৌন হেনস্থা করেছেন। সেই ব্রিজভূষণকে গ্রেফতারির দাবিতে দিল্লিতে দিনের পর দিন ধরে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করছেন পদকবিজয়ী কুস্তিগীররা। এদিকে দেশের বিভিন্ন প্রান্তের ক্রীড়াবিদরা তাঁদের পাশে দাঁড়িয়েছেন। উত্তরপ্রদেশের খাপ পঞ্চায়েতের প্রতিনিধিরাও তাদের পাশে দাঁড়ানোর জন্যই বৈঠকে বসেছিলেন। রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মুর সঙ্গে দেখা করার ব্যাপারেও তাঁরা একরকম সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু এসবের মধ্যেই নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়ে পড়লেন তাঁরা। একেবারে বাকযুদ্ধ।

 

তবে সূত্রের খবর, প্রায় তিন ঘণ্টা ধরে তাদের মিটিং চলে। এরপর তাঁরা সিদ্ধান্ত জানিয়েছেন যে শুক্রবার হরিয়ানায় মহাপঞ্চায়েত হবে। সেখানেই তাঁরা সিদ্ধান্ত জানাবেন।

ভারতীয় কিষান ইউনিয়নের নেতা নরেশ টিকায়েত এই খাপ পঞ্চায়েতকে নেতৃত্ব দিচ্ছেন। তিনি জানিয়েছেন, কুস্তিগীররা দেশের জন্য পদক এনেছিলেন। তাঁদের একমাত্র প্রতীক হল তিরঙ্গা। এদিকে মঙ্গলবার সাক্ষী মালিক, ভিনেশ ফোগত, বজরং পুনিয়ার মতো প্রখ্যাত কুস্তিগীররা তাঁদের পদক গঙ্গায় বিসর্জন দিতে চেয়েছিলেন। প্রতিবাদের অঙ্গ হিসাবে তাঁরা এই পদক গঙ্গায় বিসর্জন দিতে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত টিকায়েত সহ অন্যান্যরা গিয়ে তাঁদের বিরত করেন। তবে এরপর তাঁরা পাঁচদিনের সময়সীমা দিয়েছেন। তার মধ্যে গ্রেফতার করতে হবে ব্রিজভূষণকে। তবে তারপরেও তার বিরুদ্ধে পদক্ষেপ করা না হলে আন্দোলন কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার।