আপনার কি ‘গতিধারা’ প্রকল্পের গাড়ি আছে? নিয়মে এল বড় বদল, জানুন বিস্তারিত

রাজ্যের বেকার যুবক-যুবতীতের স্বনির্ভর করার লক্ষ্যে প্রকল্প ‘গতিধারা’য় বড় পরিবর্তন আনল রাজ্য সরকার। বিশেষ পরিস্থিতিতে, ব্যাঙ্ক ঋণ ও সরকারি ভর্তুকিতে কেনা গাড়ির মালিকানা পরিবর্তন, পারমিট হস্তান্তর ও পারমিট সমর্পণ করা যাবে। এত দিন এই সুবিধা পাওয়া যেত না। ফলে গাড়ির মালিকের মৃত্যু, দুর্ঘটনার গাড়ির ক্ষতি হলে গাড়ির মালিকানা বদল ও নতুন গাড়ি পাওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছিল। এখন থেকে আর সেই সমস্যা হবে না।

‘গতিধারা’ প্রকল্পে ২০ থেকে ৪৫ বছর বয়সি বেকার যুবক-যুবতীদের বাণিজিক গাড়ি কেনার জন্য ঋণ দেওয়া হয়। যাতে তাঁরা নিজেরাই স্বনির্ভর হয়ে রোজগার করতে পারে। ২০১৫ সালে এই প্রকল্প চালু হয়।

কিন্তু ওই প্রকল্পে কেনা গাড়ির উপর সরকারি ভর্তুকি ও ব্যাঙ্ক ঋণ থাকায় মালিকানা ও পারমিট হস্তান্তরে সমস্যা হচ্ছিল। আইনি জটিলতার মধ্যে পড়ছিলেন বর্তমান মালিকরা। পরিবহণ দফতর সূত্রে খবর, সেই সমস্যা মেটাতে প্রকল্পের নির্দেশিকায় বদল এনেছে সরকার।  (পড়তে পারেন। এসএসকেএম হাসপাতালে ক্যানসার হাবের জন্য ১২ টি পদ তৈরি করল স্বাস্থ্য দফতর)

নতুন নির্দেশিকায় যা বদলালো

নতুন নির্দেশিকা অনুযায়, ঋণ শোধের প্রক্রিয়া চালু থাকাকালীন গাড়ি মালিকের মৃত্যু হলে মালিকানা ও পারমিট নিকটাত্মীয়ের নামে হস্তান্তর করা যাবে। এমনকি গাড়ি যদি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় এবং দেখা যায় যে তা মেরামত অসম্ভব, তখন পারমিট জমা দিয়ে নির্দিষ্ট শর্ত পূরণ করে নিজের খরচে গাড়ি কেনা যাবে। কেউ যদি প্রকল্প থেকে বেরিয়ে আসতে চান বা সময়ের আগে পারমিট জমা দেন তবে তাঁকে অনুপাতিক হারে ভর্তুকির টাকা ফেরত দিতে হবে।