Coromandel express accident : করমণ্ডল এক্সপ্রেস যেন মৃত্যুপুরী, দেখুন ড্রোনের চোখে দুর্ঘটনাস্থল

ওড়িশার বালেশ্বরে ভয়াবহ রেল দুর্ঘটনা। মৃত্য়ু মিছিল কোথায় থামবে? করমণ্ডল এক্সপ্রেসের বগি একেবারে খেলনা গাড়ির মতো উলটে পালটে গিয়েছে। সব মিলিয়ে মৃতের সংখ্য়া শনিবার সকাল পর্যন্ত ২০০ ছাড়িয়ে গিয়েছে। প্রায় ৯০০ জন যাত্রী আহত হয়েছেন বলে খবর। ওড়িশার মুখ্যসচিব প্রদীপ জেনা জানিয়েছন, এনডিআরএফের সাতটি টিম, ওডিআরএফের পাঁচটি টিম, ফায়ার সার্ভিস ইউনিটের ২৪টি টিম ও স্থানীয় পুলিশ ও স্বেচ্ছাসেবকদের টিম উদ্ধারকাজ এখনও চালিয়ে যাচ্ছে।

কার্যত মৃত্য়ুপুরী এখন বালেশ্বরের দুর্ঘটনাস্থল। একের পর এক নিথর দেহ বের করে আনা হচ্ছে। যাত্রীরা হন্যে হয়ে খুঁজছেন তাঁদের প্রিয়জনকে। পশ্চিমবঙ্গ থেকে প্রচুর মানুষ চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছিলেন। পথেই সব শেষ হয়ে গেল।

সূত্রের খবর, শুক্রবার ঘড়িতে তখন প্রায় সন্ধ্যা ৭টা। শালিমার চেন্নাই করমণ্ডল এক্সপ্রেসের ১০-১২টি কোচ লাইনচ্যুত হয়ে যায়। মালগাড়ির সঙ্গে ধাক্কা লাগে ওই ট্রেনের। পাশ দিয়ে যাচ্ছিল বেঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। সেটির সঙ্গেও ধাক্কা লেগে যায়। পাখির চোখে দেখুন সেই দুর্ঘটনাস্থলের ছবি।

 

ইতিমধ্যেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। ট্রেনের দরজা কেটে, কামরার একাংশ কেটে উদ্ধার করা হচ্ছে। একেবারে উলটে পালটে রয়েছে একের পর এক কামরা।

একেবারে শিউরে ওঠার মতো ঘটনা। মালগাড়ির উপর উঠে গিয়েছে করমণ্ডল এক্সপ্রেসের বগি। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে একের পর এক কামরা। প্রিয়জনের জন্য বুকফাটা কান্নায় ভারী হচ্ছে বালেশ্বরের বাতাস। উদ্ধারকারীরা শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে জীবিত অবস্থায় উদ্ধার করা যায় যাত্রীদের।