Narendra Modi to Visit Balasore: বালাসোর যাচ্ছেন মোদী, দেখা করবেন করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় আহতদের সঙ্গে

বালাসোরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনাস্থল ঘুরে দেখবেন তিনি। এরপর তিনি সেখান থেকে কটকে যাবেন বলে জানা গিয়েছে। কটকের হাসপাতালে গিয়ে দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এর আগে গতকাল দুর্ঘটনায় শোকপ্রকাশ করে টুইট করেছিলেন মোদী। উল্লেখ্য, বালাসোরের দুর্ঘটনার পর গতকালই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর আজ সকালেই এই দুর্ঘটনার প্রেক্ষিতে জরুরি বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী। এদিকে রেলমন্ত্রীও সকল সকাল বালাসোরে পৌঁছে গিয়েছিলেন। সেখানের পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি।

দুর্ঘটনাস্থল পরিদর্শন করে অশ্বিনী বৈষ্ণব বলেন, ‘এটা খুবই মর্মান্তিক দুর্ঘটনা। রেল, এনডিআরএফ, এসডিআরএফ এবং রাজ্য সরকার উদ্ধার অভিযান পরিচালনা করছে। সম্ভাব্য সর্বোত্তম স্বাস্থ্যসেবা প্রদান করা হবে আহত যাত্রীদের। গতকালই ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করতে উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।’ রেলমন্ত্রী আরও বলেন, ‘আমরা আপাতত উদ্ধার ও ত্রাণ তৎপরতার ওপর নজর দিচ্ছি। জেলা প্রশাসনের ছাড়পত্রের পর রেললাইন মেরামতি এবং দুর্ঘটনাগ্রস্ত কামরা সরানোর কাজ শুরু হবে। একটি উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ বিশদে খতিয়ে দেখা হবে। রেল নিরাপত্তা কমিশনারও একটি স্বাধীন তদন্ত করবেন।’ এদিকে জানা গিয়েছে, আজ দুর্ঘটনাস্থলে যাবেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। অপরদিকে আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্ঘটনাস্থলে যেতে পারেন বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ দোলা সেন। ওড়িশা এবং তামিলনাড়ুতে একদিনেকর শোকদিবস পালনের ঘোষণা করা হয়েছে।

এদিকে আজ সকালে বালাসোরে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনাস্থলে গেলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকও। পরিস্থিতি খতিয়ে দেখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘অত্যন্ত মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা… বিপর্যয় মোকাবিলা দল, স্থানীয় লোকজন এবং অন্যান্যদের ধন্যবাদ জানাতে চাই। তারা ধ্বংসাবশেষ থেকে মানুষকে বাঁচানোর জন্য রাতভর কাজ করেছেন… রেলের নিরাপত্তাকে সর্বদা অগ্রাধিকার দেওয়া উচিত…’ অপরদিকে বালাসোরে দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়ার ডুমুরজলা থেকে হেলিকপ্টারে করে বালাসোরের উদ্দেশে উড়ে যান মমতা।