Sujoy Krishna Bhadra: প্রাথমিক পর্ষদের অফিসে বসে মানিকের সঙ্গে চাকরি বিক্রির বৈঠক করতেন সুজয়কৃষ্ণ

টাকার বিনিময়ে চাকরি বিক্রির বৈঠক বসত প্রাথমিক শিক্ষা সংসদের অফিসে। সুজয়কৃষ্ণ ভদ্রকে আদালতে পেশ করে এই দাবি করল ইডি। ইডির দাবি, কুন্তলের থেকে পাওয়া তালিকা মানিক ভট্টাচার্যের হাতে তুলে দিলেন সুজয়কৃষ্ণ ভদ্র। লেনদেন সংক্রান্ত বৈঠক করতে একাধিকবার প্রাথমিক শিক্ষা সংসদের অফিসে গিয়েছেন তিনি।

ইডি আদালতকে জানিয়েছে, ২০১৪ সালের প্রাথমিক টেটের ৩২৫ জন অযোগ্য প্রার্থীকে টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দিতে তাপস মণ্ডলের কাছ থেকে ৩ কোটি ২৫ লক্ষ টাকা নিয়েছিলেন কুন্তল। জেরায় সেকথা জানিয়েছেন তাপসবাবু। এর পর সেই তালিকা সুজয়কৃষ্ণ ভদ্রের হাতে তুলে দেন কুন্তল। অভিযোগ, তালিকা নিয়ে মানিক ভট্টাচার্যের সঙ্গে পর্ষদের অফিসে বৈঠক করতেন সুজয়কৃষ্ণ ভদ্র। অভিযোগ, সুজয়কৃষ্ণকে ৭০ লক্ষ টাকা দিয়েছিলেন কুন্তল। তার মধ্যে ১০ লক্ষ টাকা তৃণমূল কাউন্সিলর সন্তু বন্দ্যোপাধ্যায়ের পার্থ চট্টোপাধ্যায়ের কাছে পৌঁছন সুজয়কৃষ্ণ। বাকি টাকা কোথায় গেল জানতে মরিয়া গোয়েন্দারা।

ইডি সূত্রে খবর, সুজয়কৃষ্ণের হয়ে টাকা লেনদেনের কাজ করতেন রাহুল বেরা নামে এক সিভিক ভলান্টিয়ার। তাঁকে সুজয়কৃষ্ণের মুখোমুখি বসিয়ে জেরা করতে চান গোয়েন্দারা। একই সঙ্গে সন্তু ও সুজয়কৃষ্ণকে মুখোমুখি বসিয়ে জেরা করার পরিকল্পনা রয়েছে তাদের।

মঙ্গলবার রাত ১১টা নাগাদ নিয়োগ দুর্নীতির তদন্তে কালীঘাটের কাকু নামে পরিচিত সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করে ইডি। সুজয়কৃষ্ণবাবু অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিচালিত সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসের পদস্থ কর্তা। এমনকী ভবানীপুর কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডামি প্রার্থী হিসাবে ভোটেও লড়েছেন তিনি।