Virat Kohli Saddened Ro Hear About Balasore Train Accident, Pens Down Emotional Note

লন্ডন: বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় কেঁপে গিয়েছে গোটা দেশ। সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যাও। এবার এই ভয়াবহ দুর্ঘটনার বিষয়ে শোকজ্ঞাপন করলেন ভারতীয় ক্রিকেট দলের তারকা বিরাট কোহলি। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শোকবার্তা দেন বিরাট। 

ABP Ananda – Live TV

তিনি লেখেন, ‘ওড়িশার ট্রেন দুর্ঘটনার কথা শুনে আমি মর্মাহত। যেসব পরিবাররা নিজেদের প্রিয়জনদের হারালেন, তাঁদের প্রতি আমার সমবেদনা রইল। আর যারা আহত, আশা করব তাঁরা দ্রুতই সুস্থ হয়ে উঠবেন।’

 

আরও পড়ুন: যামিনী রায়, সত্যজিৎ রায়, গুরু দত্ত, পণ্ডিত রবিশঙ্করের উজ্জ্বল উপস্থিতি ব্রিটিশ মিউজ়িয়ামে; নজর কাড়বে কালী মূর্তিও